লালন গীতি সমগ্র । সূ । চি । । পা । তা ।[ বাংলা বর্ণমালার ক্রমিক অনুসারে ]অধরাকে ধরতে পারি কইঅনাদির আদি শ্রীকৃষ্ণনিধিঅনুরাগের ঘরে মারগা চাবিঅনুরাগ নইলে কি সাধন হয়অপারের কান্ডার নবীজী আমারঅমৃত সে বারি অনুরাগ নইলেঅমাবস্যার দিনে চন্দ্র থাকে নাঅকুল পাড় দেখে মোদের লাগেরে ভয়অসার ভেবে সার দিন গেল আমারঅজান খবর না জানিলে কিসের ফকিরিঅন্তরে যার সদায় সহজ রূপ জাগেঅন্তিম কালের কালেঅন্ধকারে রাগের পরে ছিল যখন সাঁইঅন্ধকারের আগে ছিলেন সাঁই রাগেঅনেক ভাগ্যের ফলে সে চাঁদঅবোধ মন রে তোর হলো না দিশেঅবোধ মন তোরে আর কী বলিআঁচলা ঝুলা তিলক মালাআলেক সাঁই আল্লাজী মিশেআশেকে উন্মত্ত যারাআশেকে গঠল বিহারীআশেকে বিনা ভেদের কথাআগে গুরুরতি কর সাধনাআগে কে জানে গো এমন হবেআগে পাত্র যোগ্য না করেআগে মন সাজো প্রকৃতিআগে কপাট মার কামের ঘরেআগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করেআগে জান না রে মনআগে জানলে তোর ভাঙ্গা নায়েআগে তুই না জেনে মন দিসনে নয়নআছে রে ভাবের গোলা আসমানেআছে কোন মানুষের বাস কোন দলেআছে আল্লা আলে রাসুল কলেআছে ভাবের তালা যে ঘরেআছে মায়ের ওতে জগৎ পিতাআছে যার মনের মানুষ মনেআছে দিন দুনিয়ায় অচিন মানুষ একজনাআজো করছো সাঁই ব্রাহ্মান্ডের অপার নিলেআইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলাআপনার আপন খবর নাইআপনার আপন চিনেছে যে জনআপন মনে যাহার গরল মাখা থাকেআপন মনের গুণে সকলি হয়আপন মনের বাঘে যাহারে খায়আপন খবর না যদি হয়আপন ঘরের খবর নে নাআপন ছুরাতে আদম গঠলেন দয়াময়আপনারে আপনি চেনা যদি যায়আপনার আপনি রে মন না জান ঠিকানাআপনার আপনি ফানা হলেআপনারে আপনি চিনি নেআবহায়াতের নদী কোনখানেআমারে কি রাখবেন গুরু চরণদাসীআমার দেখে শুনে জ্ঞান হলো নাআমার আপন খবর নাহি রেআমার এ ঘর খানায় কে বিরাজ করেআমার মনের বাসনাআমার মন বেবাগী ঘোড়াআমার একি কবার কথাআমার শুনিতে বাসনা দেলেআমার সাধ মেটেনা লাঙ্গন চষেআমার হয় না রে সে মনের মতো মনআমার চরকা ভাঙ্গা টেকো আড়ানেআমার দিন কি যাবে এই হালেআমার চরণ ছাড়া কর না হেআর কেনরে মন ঘুর বাহিরেআর তো কালার সেভাব নাইকো সইআর আমারে মারিস নে মাআর আমায় বলিস না রে ছিদামআর কত কাল আমায় কাঁদাবিআর কি গৌর আসবে ফিরেআর কি আসবে সেই কেলে সোনাআর কি আসবে সেই গৌর চাঁদআর কি পাশা খেলব রেআর কি বসবো এমন সাধুর সাধ বাজারেআপন মনে দেখ মনরায়আর কি হবে এমন জনমআল্লা কে বুঝে তোমার অপার নীলেআল্লা সে আল্লা বলে ডাকছে সদায়আল্লা বল রে মন পাখিআল্লার নাম সার করে যেজন বসে রয়আল্লার বান্দা কিসে হয়আকারে ভজন সাকারে সাধনআকার কি নিরাকার সাঁই রাব্বানাআহাদে আহাম্মদ এসেআয় দেখে যা নতুন ভাব এনেছে গোরাআয় কে যাবি গৌরচাঁদের হাটেআয় কে যাবি ওপারেআয় গো যায় নবীর দ্ধীনেআয় হারালি আমাবতী না মেনেআয় চলে আয় দিন বয়ে যায়আজ রোগ বাড়ালি শুধু কুপথ্যি করেআজ আমার অন্তরে কি হলোআজ আমায় কেপিন দে গোআজ বজ্রপুরে কোন পথে যাইআজ কি দেখতে আলি গো তোরাআজগুবী বৈরাগ্য লীলা দেখতে পাইআজব আয়না মহল মণি গভীরেআজব এক রসিক নাগর ভাসছে রসেআজব রং ফকিরি সাদা সোহাগীনি সাঁইআপ্ততত্ত্ব না জানিলে ভজন হবে নাআপ্ততত্ত্ব সাধন করে জ্ঞানীজন বসে রয়আঠারো মোকামে একটি রূপের বাতিআটারো মোকামের খবরআদি মক্কা এই মানব দেহেআমি কোথায় ছিলামআমি কোন সাধনে তারে পাইআমি তো নইরে আমার সকলি পরআমি বাঁধি কোন মোহনাআমি বলি তোরে মন গুরুর চরণআমি যার ভাবে আজআমি ওই চরণে দাসের যোগ্য নইআমি কার ছায়ায় দাঁড়াই বলআমি কি সাধনে পাই গো তারেআমি কি তাই জানলে সাধন সিদ্ধি হয়আলিফ লাম মীমেতে উদয় কলিকাল রে ভাইউব্দ মানুষ জগতের মূলউব্দ গাছে ফুল ফুটেছেউপরোধের কাজ দেখ রে ভাই এ গোকুলে শ্যামের প্রেমেএ ধন যৌবন চিরদিনের নয়এ বড় আজব কুদরতিএ ভবতরঙ্গ কিসে পার হবিএ জনম গেলরে অসার ভেবেএই দেশেতে এই সুখ হলএই বেলা তোর মনের মানুষএই বেলা তর ঘরের খবর জেনে নে রে মনএই সুখে কি দিন যাবেএক আজান মানুষ ফিরছে দেশেএক ফুলে চার রং ধরেছেএকবার চাঁদ বদনে বল রে সাঁইএকবার জগন্নাথে দেখ রে যেয়েএকাকারে হুহুংকার মেরেএকদিন পারের কথা ভাবলি না রেএকি অনন্ত লীলা তার দেখ এবারএকি আজগুবি ফুলএকি রে সাঁইয়ের আজব নীলেএকি আসমানী চোরএকি নিলা মানুষ নিলে দেখি গোকুলেএখন কেনে কাঁদছ রাধে নির্জনেএনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপাএনেছে এক নবীন গোরাএবার কে তোর মালেকএসো দয়াল পার কর এই ভবের ঘাটেএসেছ রে মন যে পথেএলাহি আলামিন আল্লাএসো হে অপারের কান্ডারীএসো হে প্রভু নিরঞ্জনএসব দেখি কানার হাটবাজারএমন মানব জনম আর কি হবেএমন মানব সমাজ কবে গো সৃজন হবেএমন সুভাগ্য আমার কবে হবেএমন দিন কি হবে রে আরএই মানুষে সেই মানুষ আছে ঐ গোরা কি শুধুই গোরাঐরূপ তিলে তিলে জপ মনঐহিকের সুখ কয় দিনের বল ও প্রেম আমার ভাল লাগে নাও সে প্রেম করা কি কথার কথাও সে ফুলের মর্ম জানতে হয়ও গৌরের ভাব রাখিতেও গো ব্রজনিলে একি নিলেও গো বিন্দ্যে ললিতেও তোর ঠিকের ঘরে ভুল পড়েছে মনও মন দেহের খবর না জানিলেও মন যে যা ভাবে সেইরূপ সে হয়ও মন বলরে সদায় লাইলাহা ইল্লাল্লাও মন বাতাস বুঝে ভাসাও রে তরীও মন এখন আর কাঁদলে কি হবেও মন কর সাধনা মায়ায় ভুলনাও মন তিন পোড়াতে খাঁটি হলে নাও যার আপন খবর আপনার হয় নাও যার রং মহলে সদায় ঝলক দেয়ওগো তোমার নিগুঢ় লিলা সবাই জানে নাওগো মানুষের তত্ত্ব বল নাওমা যশোদে কৃষ্ণধনকে দে মা গোষ্ঠে যাইওমা যশোদে তাই আর বল্লে কি হবেওরে মন আর কি যাবিওগো রাই সাগরে নামলো শ্যামরায়ওরে মন পারে আর যাবি কি ধরে কই হল মোর মাছ ধরাকতজন ঘুরছে আশাতেকতদিন আর রইবি রঙ্গেকরি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধনকরিয়ে বিবির নিহার রাসুল আমারকররে পেয়ালা কবুল শুদ্ধ ঈমানেকবে সাধুর চরণধুলি মোর লাগবে গায়করে কাম সাগরের এই কামনাকয় দমে বাজে ঘড়ি কর রে ঠিকানাকুদরতির সীমা কে জানেকুলের বউ হয়ে মন আরকুলের বউ ছিলাম বাড়ি হলাম নাড়িকাপে কালুবালা কুলহু আল্লাকারে আজ শুধাব সে কথাকারে বলবো আমার মনের বেদনাকারে শুধাব সে কথা কে বলবে আমায়কারে শুধাবরে মর্মকথাকারে দিব দোষ নাহি পরের দোষকালো ভাল নই-বা কিসে বল সবেকাছের মানুষ ডাকছ কেন সোর করেকানাই একবার ব্রজের দশা দেখে যা রেকানাই কার ভাবে তোরকার ভাবে এ ভাব বল রে কানাইকার ভাবে এ ভাব হারেকার ভাবে শ্যাম নদেয় এলোকারণ নদীর জলে একটাকাল কাটালি কালের বশেকাল ঘুমেতে গেল তোর চিরদিনকালার কথা কেন বল আমায়কাশী কি মক্কায় যাবি রে মনাকাজ নাই আমার দেখে দশাকাজ কি আমার এ ছার কুলেকামিনীর গহীন সুখ সাগরেকি দোষ দিব কারে রেকি শোভা করেছে সাঁই রংমহলেকি শোভা করেছে দ্বিদলময়কি শোভা দ্বিদলের পরেকি আইন আনিলো নবী সকলের শেষেকি আজব কলের রসিক বানিয়েছে কোঠাকি বলিস্ গো তোরা আজ আমারেকি ভাব নিমাই তোর অন্তরেকি এক অচিন পাখি পুষলাম খাঁচায়কি কালাম পাঠালেন আমার সাঁই দয়াময়কি করি ভেবে মরি মনমাঝি ঠাহর দেখিনেকি করি কোন পথে যাইকি কঠিন সে ভারতি না জানিকি সন্ধানে যাই সেখানেকি সাধনে পাই গো তারেকি হবে আমার গতিকি ছার মানে মজে কৃষ্ণধনকে চিন নাকি ছার রাজত্ব করিকিসে আর বোঝাই মন তোরেকিসে পাবি ত্রাণ সংকটে ঐ নদীর তটেকিবা রূপের ঝলক দিচ্ছে দ্বিদলেকে দেখেছে গৌরাঙ্গ চাঁদে রেকে বোঝে সেই কৃষ্ণের অপার নীলেকে বোঝে মওলার আলেক বাজীকে বোঝে সাঁইর লীলা খেলাকে গো জানবে তারে সামান্যেরকে তোমারে এ বেশ ভূষণকে তোমার আর যাবে সাথেকে তোর মালিক চিনলি না রেকে আমায় পাঠালে এহি ভাব নগরেকে আজ কৌপীন পরালো তোরেকে পারে মক্করউল্লার মক্কর বুঝিতেকে বানালো গো আজব শহরকে বানালো এমন রংমহল খানাকে বুঝিতে পারে মওলার কুদরতিকে বুঝিতে পারে সাঁইয়ের কুদরতিকে ভাসায় ফুল প্রেমের ঘাটেকে কথা কয় রে দেখা দেয় নাকে তাহারে চিনতে পারেকেন ভ্রান্ত হওরে আমার মনকেন মলি রে মন ঝাপ দিয়েকেন খুঁজিস মনের মানুষকেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রেকেন জিজ্ঞাসিলে খোদার কথাকেন ডুবলি নে মন গুরুর চরণেকেবল বুলি ধরেছ মারফতিকেমন দেহ ভান্ড চমৎকারকী মহিমা করলেন সাঁই বোঝা গেল নাকী রূপ সাধনের বলে অধরা ধরা যায়কীর্তিকর্মার খেলা কে বুঝতে পারেকোথা গেলি রে কানাইকোথা আছে রে সেই দিন দরদী সাঁইকোথায় হে দয়াল কাণ্ডারিকোথায় আনিলে আমায় পথ ভুলালেকোথায় রইলে হে দয়াল কান্ডারীকোন দেশে যাবি মনা চল দেখি যাইকোন পথে যাবি মন ঠিক হলো নাকোন রসে প্রেম সেধে হরিকোন রসে কোন রতির খেলাকোন রসে কোন মানুষ আছেকোন রূপে কর দয়া এই ভুবনেকোন কলে নানা ছবি নাচ করে সদায়কোন কুলতে যাবি মনরায়কোন খানদানে নবীজি মুরীদ হয়কোন সাধনে পাই গো তারেকোন সাধনে শমন জ্বালা যায়কোন সাধনে তারে পাইকোন সুখে সাঁই করে খেলা এই ভবেকোন চরণ এই দীনহীনকে দেবেকোন্ কোন্ হরফে ফকিরিকোনদিন সুর্যের অমাবস্যেকৃষ্ণপদ্মের কথা কর রে দিশেকৃষ্ণ প্রেমের পোড়া দেহকৃষ্ণ বলে শোন লো গোপীগণক্ষ্যাপা না জেনে তোর আপন খবরক্ষম ক্ষম অপরাধক্ষম অপরাধ ওহে দীননাথ খেয়েছি বেজাতে কচু না বুঝেখেলছে মানুষ নীড়ে ক্ষীরেখোদ খোদার প্রেমিক যেজনাখোদা রয় আদমে মিশেখোদা বিনে কেউ নাই সংসারেখোদার বান্দা নবীর উম্মতখাঁচার ভিতর অচিন পাখিখুঁজে ধন পাই কি মতেখাকে গঠিল পিঞ্জরেখালি ভাঁড় থাকবে রে পড়েখাকি আদমের বেদ সেখুলবে কেন সে ধন মালের গরল ছাড়া মানুষ আছে কে রেগেড়ে গাঙেরে খ্যাপাগৌর আমার কলির আচার বিচারগৌর কি আইন আনিলেন নদীয়ায়গৌরপ্রেম অথাই ঝাঁপ দিয়াছি তাইগৌর প্রেম করবি যদি নাগরীগোঁসাই ভাব যেহি ধারাগেড়ে গাঙেরে ক্ষ্যাপাগৌর আমার কলির আচার বিচারগৌর কি আইন আনিলেন নদীয়ায়গৌরপ্রেম করবি যদিও নাগরীগোঁসাই ভাব যেহি ধারাগোষ্ঠেতে চল হরি মুরারীগোপনে রয়েছে খোদা তারে চিন নিগোপাল কে আজ মারলি গো মাগোল কর না গোল ওগো নাগরীগোয়াল ভরা পুষণে ছেলেগুণে পড়ে সারলি দফাগুরু দেখায় গৌরগুরু দোহাই তোমার মনকে আমারগুরু গো মনের ভ্রান্তি যায় না সংসারেগুরু ধর কর ভজনাগুরু বস্ত চিনে নে নাগুরু যারে দয়া করে সে-ই জানেগুরু রূপের পুলক দিচ্ছে ঝলকগুরু বিনে কি ধন আছেগুরু বিনে সন্ধান কে জানেগুরু তুমি পতিত পাবনগুরুকে ভজনা কর মন ভ্রান্ত হয়ো নাগুরু পদে মতি কই হলোগুরু পদে ডুবে থাকরে মনগুরু ভজনে হয় তো সতীগুরু সুভাব দাও আমার মনেগুরুর চরণ অমূল্য ধন বাঁধ ভক্তিরসেগুরু শিষ্য হয় যদি এক তারগুরু পদে নিষ্ঠা মন যার হবেঘরে বাস করে সে ঘরের খবর নাইঘরে রূপের বাত্তি জ্বলছেরে সদায়ঘরের চাবি পরের হাতেচরণ পাই যেন অন্তিম কালেচল দেখি মন কোন দেশে যাবিচলো যাই আনন্দের বাজারেচেনে না যশোদা রাণীচেয়ে দেখ না রে মন দিব্য নজরেচেতন ভুবনে সাধ্য কে জানেচারটি চন্দ্র ভাবের ভুবনেচাতক স্বভাব না হলেচাতক বাঁচে কেমনেচিনবে তারে এমন আছে কোন ধনীচিরদিন দুঃখের অনলেচিরদিন জল ছেঁচে আর জল মানে নাচাঁদ ধরা ফাঁদ জান নারে মনচাঁদে আছে চাঁদে ঘেরাচাঁদ বলে চাঁদ কাঁদে কেনচাঁদ চকোরে রংমহল থেকেচাঁদে চাঁদে চন্দ্রগ্রহণ হয়চাঁদের গায়ে চাঁদ ধরেছেছার মানে মজে কৃষ্ণধন কে চেনো নাছি ছি লজ্জায় প্রাণ বাঁচে নাজেনে নামাজ পড় হে মুমিনগণজিন্দা পীর আগে ধর রেজ্বাল ঘরে চটিলে হয় সে জাত নাশাজ্যান্তে মরা প্রেম সাধন কিজলে স্থলে ফুল বাগিচা ভাইজগতের মূল কোথা হতে হয়জগৎ আলো করেছে সইজগৎ মুক্তিতে ভোলালে সাঁইজয়কেতে শ্যাম দাঁড়িয়ে কেনজান গে পদ্ম নিরূপণজান গে মানুষের কারণ কিসে হয়জান গে যা গুরুর দ্বারেজান না রে পরম কারণজান গে নূরের খবর যাতে নিরঞ্জন ঘিরেজান গে বর্জোখ ভেদ পড়ে বিলায়েতজানতে হয় আদম ছফির আদ্য কথাজানব হে এই পাপী হইতেজান গে যা সেই রাগের করণজানা উচিত বটে দুটি নূরের ভেদ বিচারজানা চাই অমাবস্যায় চাঁদ থাকে কোথায়জাল ফেলে মাছ ধরবে যখনজানি মন প্রেমে প্রেমিক কাজে পেলেজাত গেল জাত গেল বলেজমির জরিপ একদিনেতে সারাজীব মরে যায় জীবান্তরেজীব মরে জীব যায় কোন শহরেঠিক মুসল্লি বলছো কারেঠাহর নাই আমার মন কান্ডারীডাকরে মন আমার হক নাম আল্লা বলেডুবে দেখ দেখি মন ভবকূপেডুবে দেখ দেখি মন কিরূপ লীলাময়ডুবে দেখ নবীর দীনেডুবে দেখ না রে প্রেম নদীর জলেঢোঁড় আজাজীল রেখেছে সেজদাতরিকতে দাখিল না হলেতরিকতে দাখিল হলেতীরধারা বয়রে নদীর তীরধারা বয়তুমি তো গুরু স্বরূপের অধীনতুমি কার আজ কে বা তোমারতিন বেড়ার এক বাগান আছেতিন দিনের তিন মর্ম জেনেতিল পরিমান জায়গাতে কি কুদরতিময়তা কি সবাই জানতে পায়তারে কি আর ভুলতে পারিতারে চিনবে কেরে এই মানুষেতাও রে যার সাদায় সহজ রূপ জাগেতা কি পারবি তোরা জ্যান্তে মরাতা কি মুখের কথায় হয়তৌহিদ সাগরে কঠিন পাড়িতোর ছেলে যে গোপাল সে সামান্য নয় মাতোরা দেখ না রে মন দিব্যনজরেতোরা কেউ যাস নে ও পাগলের কাছেতোমরা আর আমারতোমা ছাড়া বল কবে রাইতোমার মত দয়াল বন্ধু আর পাব নাতোমায় ঠিকের ঘরে ভুল পড়েছে মনথাক না মন একান্ত হয়েদস্তখত নবুয়ত যাহার হবেদমের উপর আসন ছিল তারদয়াল তোমার বৈ আর জানি নাদয়াল তোমার নাম নিয়েদয়াল নিতাই কারো ফেলে যাবে নাদাঁড়া তোরে একবার দেখি ভাইদাঁড়া কানাই একবার দেখিদায় ঠেলে বলছ রে মন আল্লাহগণিদীনের ভাব যেদিন উদয় হবেদেখেশুনে জ্ঞান হলো নাদেহের খবর বলি শোন রে মনদেল দরিয়ায় ডুবে দেখ নাদেল দরিয়ায় না ডুবলে সে কিদেখ দেখ নূর পিয়ালাদেখ দেখি মন কোনটি মজাদেখ রে আমার রাসূল যারদেখ আজগুবি এক ফুল ফুটেছেদেখ না রে মন পূর্বজনম কোথা হতে হয়দেখ না মন ঝাকমারী এই দুনিয়াদারীদেখ না এবার আপন ঘর ঠাউরিয়েদেখরে দিন রজনী কোথা হতে হয়দেখলাম সেই অধর চাঁদের অন্ত নাইদেখলাম এই সংসার ভোজবাজি প্রকারদেখলাম কি কুদরতিময়দেখবি যদি সেই চাঁদেরেদেখবি যদি সোনার মানুষদিনের নবী মুরিদ কোন ঘরেদিনের দিন হলো আমার দিন আখেরীদিন থাকতে মুর্শিদ রতন চিনে নে নাদিব্যজ্ঞানে দেখরে মনরায়দিবানিশি থেক সবরে বা-হুঁশিয়ারিদিল দরিয়ার মাঝে দেখলামধর গো ধর গৌরঙ্গ চাঁদে রেধর গো ধর সখিধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতেধররে অধর চাঁদেরে অধরে অধর দিয়েধরাতে সাঁই সৃষ্টি করেধ্যানে যারা পায় না মহামনিধরে কে মুরিদ হয় কে মুরিদ করেধরেরে কোথায় মক্কা মদিনেধন্য রে রূপ সনাতন জগৎ মাঝেধন্য ধন্য বলি তারেধন্য আশেকী জনা এ দীন দুনিয়ায়ধন্য ভাব গোপীর ভাব আঃ মরিমরিধন্য মায়ের ধন্য পিতাধন্য মায়ের নিমাই ছেলেধড় নাই শুধুই মাথানবী মেরাজ হতে এলেন ঘুরেনবী না চিনলে সে কি আল্লাহ পাবেনবী না চিনলে সে কি খোদার ভেদ পায়নবী একি আইন করিলেন জারিনবী দিনের রাসুল খোদার মকবুলনবীর আইন বোঝা সাধ্য নাইনবীর নূরে সয়াল সংসারনবীজি মুরিদ কোন ঘরেনাহজে আলেক নবীনজর একদিকে দেওরেনজর একদিক দিলে আরনতুন দেশের নতুন রাজননা জেনে মজো না পিরিতেনা জেনে করণ কারণনা জেনে ঘরের খবর তাকাও আসমানেনা পড়িলে দায়েমী নামাজনা হলে মন সরলা কি ধন মেলেনা ঘুচিলে মনের ময়লানা জানি কেমন রূপ সেনা জানি ভাব কেমন ধারানা ছিল আসমান জমিন পবন পানিনাই ছফিনাই নাই খোদা ছিনাইনানারূপ শুনে শুনে প্রেমে শুন্যনাপাকে পাক হয় কেমনেনাম পাড়ালাম রসিক ভেয়েনাম সাধন বিফল বর্জোখ বিনেনামটি আমার সহজ মানুষনারীর এত মান ভালো নয় গো কিশোরীনিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমিনিচে পদ্ম উদয় জগৎময়নিচে পদ্ম চরকবানে যুগল মিলননীরে শুনি নিরঞ্জন হলনৈরাকারে দুইজন নূরী ভাসছে সদায়নৈরাকারে ভাসছে রে এক ফুলপড় রে দায়েমী নামাজপড় ইবনে আব্দুল্লাহপাবে সামান্যে কি তার দেখাপারে কে যাবি তোরা আয় না জুটেপারে লয়ে যাও আমায়পান কাউর দয়াল পাখিপাপ ধর্ম যদি পূর্বে লেখা যায়পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাইপাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রেপার করো দয়াল আমায় কেশে ধরেপার কর হে দয়াল চাঁদ আমারেপার নিহেতু সাধনা করিতেপিরিতি অমূল্যনিধিপড়গে নামাজ জেনেশুনেপূর্বের কথা ছাড়ান দেও ভাইপূর্ণচন্দ্র উদয় কখন করো মন বিবেচনাপ্যারী ক্ষম অপরাধ আমারপড়ে ভূত আর হসনে মনরায়পাগল দেওয়ানের মন কি দিয়ে পাইপাবি রে মন স্বরূপের দ্বারেপাখি কখন জানি উড়ে যায়পেড়োর ভূত হয় যে জনাপ্রাণ গৌররূপ দেখতে যামিনীপ্রেমের দাগ রাগ বাঁধা যার মনেপ্রেমের সন্ধি আছে তিনপ্রেম প্রেম বলে কর কোর্ট কাচারীপ্রেম না জেনে প্রেমের হাটে বোল বলাপ্রেম পরম রতনপ্রেম পাথারে যে সাঁতারেপ্রেম যমুনায় ফেলবি বড়শী খবরদারপ্রেম রসিকা হব কেমনেপ্রেম করে বাড়িল দ্বিগুণ জ্বালাপ্রেম করা কি কথার কথাপ্রেম পিরিতের উপসনাপ্রেম কি সামান্যেতে রাখা যায়প্রেম শিখালাম যারে হাত ধরিপ্রেম ইদ্রবারি অনুরাগ নইলে কিপ্রেম নহরে ভেসেছে যারাপ্রেম বাজারে কে যাবি তোরাফকির হলি রে নিমাই কিসের দুঃখেফকিরি করবি ক্ষ্যাপা কোন রাগেফের পল তোর ফকিরিতেফেরেব ছেড়ে কররে ফকিরিফানা ফিল্লায় মুসাহেদায় মশগুল রয়বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারিবল রে নিমাই বল আমারেবল গো সজনী আমারবল কারে খুঁজিস ক্ষ্যাপবলরে সেই মনের মানুষ কোনজনাবলরে বলাই তোদের ধরনবলাই দাদার দয়া নাই প্রাণেবলি রে মানুষ মানুষ এই জগতেবলি সব আমার আমারবড় অকৈতব কথা রেবড় নিগুমেতে আছেন গো সাঁইব্রজের সে প্রেমের মরনবজ্রনীলে একি নীলেবেঁজো নারীর ছেলে মলোবোঝালে বোঝে না মনরায়বুঝবি রে গৌর প্রেমের কালেবেদে কি তার মর্ম জানেবনে এসে হারালাম কানাইবসত বাড়ীর ঝগড়া কেজেবান্দা ফুলছুরাতের কথা কিছুবাপ বেটা করে ঘটাবাড়ীর কাছে আরশী নগরবাড়িযোগে বারিতালা খেলছে খেলাবিদায় কর গো উহার নামেবিদেশিনীর সঙ্গে কেউ প্রেম কর নাবিনা মেঘে বর্ষে বারিবিনা পাকালে গড়িয়ে কাচিবিনা কাঁযে ধন উপার্জন কে করিতে পারেবিষম রাগের করণ করাবিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনীবৃষামৃত আছে রে মাখজোখাভক্তের দ্বারে বাঁধা আছে সাঁইভজ মুর্শিদের কদম এই বেলাভজনের নিগূঢ় কথা যাতে আছেভজরে জেনে শুনে নবী কলমাবজরে আনন্দের গৌরাঙ্গভজা উচিৎ বটে ছড়ার হাঁড়িভবে আশোক যার লজ্জা কি তারভবে এসে ভাবছি বসেভবে এসে রঙ্গরসেভবে মানুষ গুরুর নিষ্ঠা যারভবের গোলা আসমানেভবপারে যাবি কিরে গুরুর চরণে স্মরণভাবের উদয় যেদিন হবেভেব না ভেব না ও রাই আমি এসেছিভাল জল ছেঁচা কল পেয়েছে মনাভুলনারে মন কারো ভোলেভুলব না ভুলব না বলিমন দুঃখে বাঁচি না সদায়মন রে যে পথে সাঁইর আসা যাওয়ামন রে আত্মতত্ত্ব না জানিলেমন রে সামান্যে কে তারে পায়মন রে দিনের ভাব যেই ধারামন চোরারে কোথা পাইমন চোরারে ধরবি যদিমন তোরে আজ ধরতে পারতাম হাতেমন তোমার হল না দিশেমন তোর আপন বলতে কে আছেমন তোর বাকির কাগজ গেল হুজুরেমন আইন মাফিক নিরিখ দিতে ভাব কিমন আমার গেল জানামন আমার আজ পলি ফেরেমন আমার কুসর মাড়ায় জাঠ হলরেমন আমার কি ছার গৌরব করছ ভবেমন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছেমন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকিমন রলো সেই রিপুর বশে রাত্রদিনেমন সহজে কি সই হবামন জানেনা মনের ভেদমন বিবাগী বাগ মানে না রেমন কি ইহাই ভাব আল্লা পাবমন তুই ভড়ুয়া বাঙ্গাল জ্ঞানছাড়ামন তুই করলি একি ইতরপনামন তুমি গুরুর চরণ ভুলনামনরে কবে হবে সূর্যের যোগ হয়মনে না দেখলে নেহাজ করেমনে এখনো সাধ আছেমনেরে আর বুঝাই কিসেমনেরে বুঝাবো কতমনেরে ভাব বুঝে নবী মর্ম খুলেছেমনের মনে হল না একদিনেমনের মানুষ খেলেছে দ্বিদলেমনের মানুষ নাই রে দেশেমনের মানুষ চিনলাম না রেমনের কথা বলবো কারেমনের হলো মতি মন্দমনেরই নেংটী এঁটে কর রে ফকিরিমান ছেড়ে দাও ওগো রাধেমান কর না ওগো রাধেমানুষের কারণ সেকি সাধারণমানুষ ধর রে নেহারেমানুষ অবিশ্বাসে পায় না রে সেমানুষ ভজলে সোনার মানুষ হবিমানুষ লুকায় কোন শহরেমানুষতত্ত্ব যার সত্য হয় মনেমা তোমার গোপাল নেমেছে কালিদয়মরি রে এক বেহাদ ব্যাটামরি হায় কি এভাব তিনে এক জোড়ামায়েরে ভজিলে হয় বাপের ঠিকানামাধবী বনে বন্ধু ছিল সই লোমাবুদত্ত মজুতও খোদা এই দেহে রয়মায়ার বশে কাঁদবি বসে আর কতকালমদিনায় রাসুল নামে কে এলো ভাইমানিক ভাই উজান চালাও তরীমেরে সাঁই আজব কুদরতিমোর মন কে তোর আজ যাবে সাথেমেরে সাঁইর ভর যারামোরা গৌর স্বয়ং কার শিক্ষায় বলিমোকামে একটি রূপের বাতিমূলের ঠিক না পেলে সাধন হয় কিসেমূল হারালাম লাভ করতে এসেমক্কর উল্লার মক্ষর কে বুঝিতে পারেমধুর দেল দরিয়ায় যে জন ডুবেছেমধুর দেল দরিয়ায় ডুবে কর রে ফকিরিমরে ডুবতে পারলে হয়মরো জিন্দেগি মরনের আগেমলে গুরু প্রাপ্তি হবেমলে ঈশ্বর প্রাপ্ত হবে কেন বলেমউলা বলে ডাক রসনামরার আগে মলে শমন জ্বালা ঘুচে যায়মহাসন্ধির উপর ফেরে সেময়ূররূপে কে গাছের পরেমুখের কথায় কি চাঁদ ধরা যায়মুর্শিদ ধনী গুণমণি গোপনে রলমুর্শিদ জানায় যারেমুর্শিদ বিনে কি ধন আর আছেরেমুর্শিদ তত্ত্ব অথাই গভীরেমুর্শিদকে মানিলে খোদার মান্য হয়মুর্শিদের মহৎ গুণ নে না বুঝেমিছে ভাবে খেলতে আলি তাসমিলন হবে কত দিনেমিয়ারাজের কথা শুধাই কারেযখন প্রেম করিলি কালার সঙ্গেযদি গৌরচাঁদকে পাইযদি উজান বাঁকে তুলসী ধায়যদি ফানার ফিকির জানা যায়যদি শরায় কার্য সিদ্ধি হয়যা যা ফানার ফিকির জানগে যা রেযারে প্রেমে বাধ্য করেছিযারে ধ্যানে পায় না মহামুনিযারে বলছ মাগি মাগিযারে ভাবলে পাপীর পাপ হরেযাতে যায় শমন যন্ত্রণাযাও হে শ্যাম রাইকুঞ্জে আর এস নাযার আছে নিরিখ নিরুপণযার নয়নে নয়ন হিনেছিযার ভাবে আজ মুড়িয়েছি মাথাযে দুঃখ আছে মনে ওরে ও ভাই ছিদামযে প্রেমে শ্যাম গৌর হয়েছেযে অভাবে কাঙাল হলামযে আমায় পাঠালে এহি ভাব নগরেযে পথে সাঁই চলে ফেরেযে পথে সাঁই আসে যায়যে পরশে পরশে পরশযে ভাবে গোপী ভাবনাযে ভাবের ভাব মোর মনেযে যাবি আজ গৌরযে সাধন জোরে কেটে যায় কর্মফাঁসিযে জন দেখেছে অটল রূপের বিহারযে জন বৃক্ষ মূলে বসে আছেযে জন সাধকের মূল গোড়াযে জানে ফানার ফিকির সেই ফকিরযেতে সাধ হয় রে কাশীযেও না আন্দাজী পথে মন রসনাযে রূপে সাঁই কাছে মানুষেযেখানে সাঁইর বারামখানাযেজন গুরুর দ্বারে জাত বিকিয়েছেযেজন পদ্মহেম সরোবরে যায়যেজন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছেযেজন শিষ্য হয় গুরুর মনের খবর পায়যে জন ডুবে আছে সেই রূপসাগরেযেজনা আছেরে সেই খুঁটো ধরেযেদিন ডিম্ব ভরে ভেসেছিলেন সাঁইরস প্রেমের ঘাট ভাঁড়িয়ে তরীরসিক সুজন ভাইরে দুইজনরসের রসিক না হলেরাইসাগরে ডুবল শ্যামরায়রাখিলেন সাঁই কূপজল করেরাগ অনুরাগ যার বাঁধা আছে তাররাছুল কে তা চিনতে নারেরাছুলকে চিনলে পরে খোদা চিনা যায়রাছুল রাসুল বলে ডাকিরাছুল যিনি নয় গো তিনি আব্দুল্লার তনয়রাছুলের সব খলিফা কয় বিদায়কালেরাত পোহালে পাখি বলে দেরে খাইরাধার গুণ কত নন্দলাল তা জানে নারাধার তুলনা পিরীত সামান্যে কেউ যদি করেরুকু-সেজদা তুলে দেখিরূপেরো তুলনা রূপেরূপের ঘরে অটল রূপ বেহাবেরংমহলে সিঁদ কাটে সদায়ললিতা সখি কই তোমারেলীলা দেখে লাগে ভয়লন্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদয়লিঙ্গ থাকলে সে কি পুরুষ হয়শহরে ষোল জনা বোম্বেটেশচীর কুমার যশোদায় বলেশিরণী খাওয়ার লোভ যার আছেশুধু মুখের কথায় কি করে সে ধন মেলেশুনি অজান এক মানুষের কথাশুনি নবীর অঙ্গে জগৎ পয়দা হয়শুনি মরার আগে মলেশুনি ঘাড়ের উপরে মানুষশূন্যেতে এক আজব বৃক্ষশূন্য ভরে ছিলেন যখনশুদ্ধ প্রেমের প্রেমিক মানুষ যেজন হয়শুদ্ধ প্রেম না দিলে ভজে কে তারে পায়শুদ্ধ প্রেম রসের রসিক মেরে সাঁইশুদ্ধ প্রেম রাগে ডুবে থাকরে আমার মনশুদ্ধ প্রেম রসিক বিনে কে তারে পায়শুদ্ধ প্রেম সাধল যারাশুদ্ধ আগম পায় যেজনাশুনে মানের কথা চম্পকলতাষড় রসিক বিনে কেবা তারে চেনেসদর ঘরে যার নজর পড়েছেসদা সে নিরঞ্জন নীরে ভাসেসদা মন থাকো বা হুঁস ধর মানুষসবে বলে লালন ফকির কোন জাতের ছেলেসবে বলে লালন ফকির হিন্দু কি যবনসহজে কি সই হবাসে যেন কি করলো আমারসে তো রোগীর মত পাঁচন গিলা নয়সে আমার করার কথাসে ভাব উদয় না হলেসে ভাব সবাই কি জানেসে যারে বোঝায় সেই বোঝেসে কথা কি কবার কথাসে করণ সিদ্ধি করা সামান্যের কাজ নয়সে নিমাই কি ভোলা ছেলে ভবেসে প্রেম গুরু জানাও আমায়সে প্রেম সামান্যে কি জানা যায়সে প্রেম জানে কি সবাইসে ধন কি চাইলেই মেলেসেই প্রেম গুরু জানাও আমায়সে প্রেমময়ের প্রেমটি অতি চমৎকারসেই গোরা এসেছে নদীয়ায়সে অটল রূপের উপাসনাসেই কালার প্রেম করা কথার কথা নয়সেই কালাচাঁদ নদেয় এসেছেসে রূপ দেখবি যদি নিরবধিসোনার মান গেল রে ভাইসোনার মানুষ ভাসছে রসেসোনার মানুষ ঝলক দেয় দ্বিদলেসৃষ্টিতত্ত্ব দ্বীপরলীলা আমি শুনতে পাইসবে কি হবে ভবে ধর্মপরায়ণসরোবরে আসন করে রয়েছে আনন্দময়সব লোকে কয় লালন কি জাতসব সৃষ্টি করল যেজনসবাই কি তার মর্ম জানতে পায়সমঝে কর ফকিরি মন রেসময় গেলে সাধন হবে নাসময় বুঝে কেন বাঁধাল বাঁদলে নাসমুদ্রের কূলে থেকে জল বিনেসরল হয়ে ভজ দেখি তারেসরল হয়ে করবি কবে ফকিরিসকল দেব ধর্ম আমার বৈষ্টমীসকালে যায় ধেনু লয়েসকাল বেলা চিকন কালাসকলি কপালে করেসহজে অধর মানুষ না যায় ধরাসহজ মানুষ ভজে দেখনা রে মনেসপ্ততালা ভেদ করিলেস্বরূপে রূপ আছে গিলটি করাস্বরূপের ঘরে অটলরূপ বিহারেস্বরূপ রূপে নয়ন দেরেসাঁই দরবেশ যারাসাঁই আমার কখন খেলেসাঁইয়ের নীলে বুঝবি ক্ষ্যাপাসাঁইর লীলা দেখে লাগে চমৎকারসাঁইর নিগূঢ় লীলা বুঝতে পারেসাদা সোহাগিনী ফকির সাধে কি হয়সাধ্য কিরে আমার সেরূপ চিনিতেসাধু সঙ্গ কর তত্ত্ব জেনেসামান্যে কি সে ধন পাবেসামান্যে কি সেই প্রেম হবেসামান্যে কি তার মর্ম জানা যায়সামান্য জ্ঞান কি মন তাই পারবি রেসামাল সামাল সামাল তরীসুফলা ফলাচ্ছে গুরু মনের ভাব জেনেসুখ সাগরের ঘাটে যেয়েসত্য বল সুপথে চল ওরে আমার মনহতে চাও হুজুরের দাসীহক নাম বল রসনাহারে মন তোরে আর কি বলিহাতের কাছে মামলা থুয়েহাবুডুবু করে মলো তবুহাওয়ার ঘরে দম পাকড়া পরেছেহাহাকারে একা ছিলোহেলায় হেলায় দিন বয়ে যায়হায় কি আজব কল বটেহায় একি কলের ঘরখানি বেঁধেহায় চিরদিন পুষলাম এক অচিন পাখিহক নাম বল মন পাখিহরি কোনটা তোমার আসল নামহরি নাম যত্ন করে হৃদয় মাঝেহরি বলে হরি কাঁদে কেনেহীরে মন জহুরা কোটিময়হীরে লাল জহুরের কুটিহীরে লালমতির দোখানে গেলে নাহুজুরে কার হরে রে নিকাশ দেনাহুজুরের নামাজের আইন এমনি ধারাজয় গুরু !! জয় শাঁইজীর জয় !!
3 মন্তব্যসমূহ
যদি তরিতেবাসোনা
উত্তরমুছুনজয় গুরু জয় হোক
উত্তরমুছুনOshadharon
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...