যারে ধ্যানে পায় না মহামুনি।
ফেরে সেই অধর চাঁদ
মীন রূপে ধরিয়ে পানি 

কররে সমুদ্র নির্ণয়
কোন যোগে তার কোন ধারা বয়
যোগ চিনে ডুবলে সেথায়
মীন ধরা যায় তখনি 

আজব একটা মীন বটে সে
সাত সমুদ্দর জুড়ে আছে
সবারি হাতের কাছে
চিনতে পারে কোন ধনি 

যোগ বুঝে মীন যাবে ধরা
জানে যোগী রসিক যারা
সিরাজ সাঁই কয় লালন জরা
সেই ঘাটে খায় চুবানীয় 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি