ভবেতে আসিলাম গুরু না ভজিলাম
ভজিলাম না মাতা পিতা রে মন আমার,
মানব জনমও বৃথা রে মন আমার
মানব জনমও বৃথা ॥

জন্মিয়া ভূমন্ডলে মায়ারও সাগরে
অগাধ জলে ভেসে যায়,
বিষয়ও বাসনায় মায়ারও কামনায়,
ভজিতে পারিনা তোমায়'রে মন আমার
মনব জনমও বৃথা রে মন আমার
মনব জনমও বৃথা ॥

জন্মিলে মরিতে হবে অমর কেহ নাইকো ভবে
চেয়ে দেখো দুনিয়ায়……
দুই দিনের আয়ু পেয়ে গেলরে দিন গেলো বয়ে,
আনন্দে দয়ালের গান গাই রে মন আমার
মানব জনমও বৃথা রে মন আমার
মানব জনমও বৃথা ॥


Song: Vobete Asilam Guru Na Vojilam
Singer: KamruzZaman Rabbi
Lyrics: Unknown


I came thinking that I did not worship the Guru
I did not care for my mother and father.
My mind is in vain
Human birth is also in vain.

Born in the land of Maya also in the ocean
drowned in deep waters,
Matters and desires and Maya's desires,
I can not worship you, my heart
My mind is in vain
Manav Janam is also in vain.

If you are born, you will have to die
Look at the world...
Having lived for two days, the days passed by.
I sing Dayal's song Re Man Amar with joy
My mind is in vain
Human birth is also in vain.