অধরাকে ধরতে পারি
কই গো তারে তার 
আত্মারূপে চলে ফিরে 
মানুষ মারা কলের পর 

প্রেমগঞ্জের রসিক যারা,
কামগঞ্জে ভুল
কামে থেকে ধরতে পারে
তরঙ্গের কূল ।
এ পাড়েতে বসে দেখি
ও পাড়েতে কূল
মানুষ মারি মানুষ ধরি
মানুষ খবরদার 

শূন্যের উপরে ধনুক ধরা
বেজায় বিষফল
চলক পলকে হেলে পড়ে
এছা মজার কল ।
ক্ষণেক ধরা ক্ষণেক অধর,
পথ ছাড়া অপথে চল
ক্ষণেই নিরাকার মানুষ
ক্ষণেই আকার 

ওসে আবার ভাঙা যন্ত্র
বাজে ঠসঠস
পাকে পাকে তার ছিঁড়ে যায়
করে খসখস ।
সিরাজ সাঁই কয়
বাজে না ভাঙা বস
লালন রে তোর কেবল
দৌড়াদৌড়ি সার 


#LalonGeeti #LalonGiti #লালন গীতি #লালনগীতি