কালনীর কূলে

আ ল্লা  স্ম র ণ
বিসমিল্লাহ আলহামদুলিল্লা
ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি
আল্লাহ গাফুরুর রাহিম নামে ডাকি তোমারে
দয়াল তুমি রাহমান রাহিম
বিশ্বপতি খোদা তোমার দয়ার বলে
দয়াল নাম শুনিয়া
দয়া করো দয়াল তোমার
জন্মিয়া শুনেছি ভবে তুমি আছ
এ জগতে ডাকে তোমায়
তোমার খেলা বুঝে উঠা ভার
ডাকলে দয়া করো বলে
দয়াল বলে ডাকে তোমায় কাঙালে
আমি কী করিব রে প্রাণনাথ তুমি বিনে

ন বি  স্ম র ণ
নবির ভেদ কে জানতে পারে

ও লি  স্ম র ণ
সর্বধনে ধনী তুমি
ইয়ামন হতে আইলায় দয়াল
শাহজালাল ইয়ামনি ওলির দরবারে
ওগো শাহপরান আউলিয়া
ওগো আল্লার ওলি শাহপরান
খাজা তোমার নামের ধ্বনি

পি র-মু র্শি দ  স্ম র ণ
পিরানে পির আমার
প্রাণের প্রাণ মুর্শিদ আমার
মরি হায় হায় রে গুণগান গাই
আউলিয়া ইব্রাহিম মস্তান
তোরা আও আও রে
মুর্শিদের কাছে আমি কেন যাই
মুর্শিদের প্রেমবাজারে

ভ ক্তি  গী তি
লাইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুলুল্লা
দমে দমে পড়ো জিকির
আল্লাহর নাম লইলাম না রে
প্রাণনাথ হে
কাঙালের বন্ধু রে
নাম সম্বলে ছাড়লাম তরী
ডাকছে কাঙাল ওগো দয়াল
কও গো দয়াল
অকূলে পড়িয়া ডাকি
আল্লার বাড়ি মক্কাশরিফ

ম নঃ শি ক্ষা
আসল কাজে ফাঁকি দিয়া রে
মন পাগলা তুই লোক সমাজে
ভব সাগরের নাইয়া
মনমাঝি তোর মানবতরী
ও মনমাঝি রে অকূল সাগরে
মন মুসল্লি ভাই
হিংসাখোরগণ বলে এখন
এয়ার কন্ডিশন মেশিন আছে
আগে বাইদ্যার সঙ্গ না করে
সাহস বিনা হয় না কখনো
ঘৃণা লজ্জা ভয় থাকিতে
কেউ বলে দুনিয়া দোজখ
এলিম শিখলে আলেম হয় না

দে হ  ত ত্ত্ব
আমি গান গাইতে পারি না
মানবতত্ত্বের কী মাহাত্ম্য
আমি আছি আমার মাঝে
আমি তুমি, তুমি আমি অন্তর্যামী অন্তরেতে
আমি বলি আমার আমার
ধনে হীন মানে হীন আমি
আমি তো জানি না আমার
আজ আছি কাল থাকব কি না
ভবের জনম বিফল গেল
মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে
গাড়ি চলে না, চলে না

বি চ্ছে দ
দুঃখ কার কাছে জানাই
আমি সাধ করে পরেছি গলে
বড় সাধ করে গো সখি
আমার মনের দুঃখ যত গো
পিরিতি করিয়া বন্ধে
আসি বলে গেল বন্ধু আইল না
প্রাণবন্ধু বিনে গো
বলো সখি প্ৰাণ পাখি
পিরিত করা প্রাণে মরা গো
পিরিতে শান্তি মিলে না
বন্ধুহারা জিতে মরা মনপ্রাণ উতলা
বাঁচিব কেমনে গো
ওগো প্রাণসই
আর কতদিন গাইব গো সখি
বন্ধু তো আইল না গো
জীবন-অন্ত কালে গো সখি
কও রে পথিক ভাই
কালো রূপ দেখিতে চমৎকার
কালার প্রেমের কেন পাগল হইলাম
দারুণ পিরিতি বিষম ডাকাতি
কী জাদু করিয়া বন্ধে
প্রাণবন্ধুর পিরিতে আমার মন উদাসী
মনপ্রাণ দিয়াছি সোনা বন্ধুরে
যে দুঃখ মোর মনে
সোনার অঙ্গ পুড়ে অঙ্গার
কও সজনী গুণমণি
ও সখিগণ বলো এখন
প্রাণবন্ধু আসিতে গো
শোনো গো সজনী ভাবি দিন-রজনী
প্ৰাণসখি গো
বলো সখি প্ৰাণ পাখি
কী করি অবলা
কেমনে ভুলিল বন্ধে আমারে
এইভাবে আর
আমি কুলহারা কলঙ্কিনী
রঙের দুনিয়া তোরে চাই না
রাই তোমারে বুঝাব কত
ভ্রমরা রে, গুন গুন সুরে গান গাও
আমি তোমায় বন্ধু বলে ডাকব
মনে তোরে চায় রে বন্ধু
আমি তোমারে ভালোবাসি রে
প্রাণনাথ, ছাড়িয়া যাইও না মোরে রে
বন্ধু দরদিয়া রে
বন্ধুয়া রে, কী দোষে ছাড়িতে চাও মোরে
আমি জ্বালায় জ্বলিয়া মরি রে
কার কাছে দাঁড়াব আমি বলো না
বন্ধুয়া রে, কোন প্রাণে ছাড়িতে চাও
পিরিতের ফল রে বন্ধু
তুমি বোঝো না রে বন্ধু
প্রাণবন্ধু কালা
পিরিতি করিয়া সোনা বন্ধু রে
আমারে বন্ধু তুমি মনে রাখিও
আমি নি তোমার রে
তোমার প্রেমে মন হলো উদাসী
ওগো পিয়ারি
সরল তুমি নাম যে তোমার সরলা
আর জ্বালা সয় না গো সরলা
প্রাণে আর সহে না দারুণ জ্বালা

বি বি ধ
ও নদী রে
এবার ফসল ভালো দেখা যায়
ছেলেমেয়ে আছ যারা
ওসমানীর স্মৃতিচিহ্ন
রোজার পরে আইল
ঈদের দিন আসিল রে
শোনেন জনগণ
মশারি নাই, সুযোগ পাইল
কেন করিব জন্ম নিয়ন্ত্রণ
দিবানিশি শুনি গো
শোনেন বন্ধুগণ
সোনার মানুষ বলি তারে
বড় ভাবী গো, ভাইসাবরে
কষ্ট করে আছি এখন বাইচ্চা
কারে কী বলিব আমি
আমরা দুইজন সুখী মোদের
দুঃখ বলব কারে

ভা টি র  চি ঠি
ভাটির চিঠি
বিলাতের স্মৃতি

দে শে র  গা ন  মা নু ষে র  গা ন
আমি বাংলা মায়ের ছেলে
মনের দুঃখ কার কাছে জানাই
ছোটবেলার সঙ্গী আমার একতারা
আর কিছু চায় না মনে গান ছাড়া
মন মজালে ওরে বাউলা গান
কত কথা মনে পড়ে
ফুরু থাকতে যে খেইড় খেলাইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম
স্থান নয় আমার দালান কোঠায়
দিরাই থানায় বসত করি
তেরোশো একাশি সনে
চৈত্র মাসে বৃষ্টির জলে
এবার পানি আইল রে
মরণ ফাঁদে পড়ে কাঁদে
হাওর এলাকাবাসী
দেশে আইল ভেজাইল্যা বন্যা
কৃষক মজুর পড়েছে ঘোর আঁধারে
কৃষক মজুর ভাই সবারে
মোদের কী হবে রে কৃষক মজুর ভাই
গরিব বাঁচবে কেমন করে
গানের ভিতর প্রাণের কথা
প্ৰাণে বাঁচা দায়
ওরে মজুর চাষা করো কার আশা
ভোট দিবায় আজ কারে
গরিবের কি মান-অপমান
গরিবের দুঃখের কথা
ফেব্রুয়ারির একুশ তারিখে
সালাম আমার শহীদ স্মরণে
বলো স্বাধীন বাংলা
কত মায়ে কান্দে পুত্রহারা হইয়া রে
এসো প্রাণ খুলে মিলে সকলে
স্বাধীন বাংলায় রে
মনের দুঃখ বলবো কারে
দিন গেলে গোলমালে
শোষক তুমি হও হুঁশিয়ার
শোষকের মন্ত্রণা বিষম যন্ত্রণা
ধর্মাধর্ম নাই রে
অনেকে বলে আমারে গাও না একটা
খবর রাখনি উন্দুরে লাগাইছে
উন্দুর মারো রে দেশের জনগণ
কেবা শত্রু কেবা মিত্র
কোন দেশে যাই বলো
অভাবে পড়িয়া কাঁদে মনপাখি আমার
ওই ভাই জোর জুলুমি ছাড়ো
অতীত বর্তমানে কি মিল আছে?
জনসমুদ্রে নতুন জোয়ার এলো রে
শান্ত মনে ভোট দাও এবার
এবার ভোট কারে দিবে
শেখ মুজিব বঙ্গবন্ধু সবাই কয়
বর্তমান সমাজের ভাব দেখে ভয় পাই
স্বাধীন দেশে মানুষের
গরিবের স্বাধীনতা আসবে কখন
স্বাধীন দেশে থাকি
আমরা স্বাধীন দেশে থাকি
আমরা সবাই মিলে বাঁচতে চাই
এই সব নিয়ে দ্বন্দ্ব কেন
হারা জিনিস ফিরে পাবে
গরিবের স্বাধীনতা আসবে কখন
আমরা সবাই মিলে বাঁচতে চাই
এই সব নিয়ে দ্বন্দ্ব কেন
বড় ভাবী গো, আমারে ঠেকাইছন
ভয় করো না এক হয়ে যাও
মনে মনে ভাবিতেছি
রক্ত দিয়ে স্বাধীন হলেম
শক্তি সম্পদ আছে যাদের
এ দেশে স্বার্থপরদের চলেছে রঙের খেলা
বেহেস্ত ধনীর জন্য রয়
কর্মফেরে বারে বারে
ঈদ এসেছে দুঃখ দিতে
ঈদ আসলে কি দুঃখ দিতে?
ওরে মেলা দিতে জ্বালা
নূতন বৈশাখ মাসে
মাগো আমি কিসে দোষী
জিজ্ঞাস করি তোমার কাছে
দয়াময় নামটি তোমার
আজ প্রথম মে দিবসে
দেশ এবং মানুষের যদি
সুদিন আসবে
ওরে চাষি ভাই শক্ত হাতে
সুসময়ে ছাড়ো নৌকা বেলা বয়ে যায়
নাও বাইয়া যায় রে
নাইয়া রে, বাংলার নাও সাজাইয়া
শাক সবজি ফলাইও গো
বৃক্ষ নিয়ে ভাবছি এবার বাউল সবাই
মনের বেদনা
জ্ঞানী গুনী সবাই বলেন
আমার দেশে কেন আমি কাঙাল
তিনশো ষাইট আউলিয়ার দেশ

ধল মেলা
ফাল্গুন মাসে আইল
ধলমেলা


কালনীর  ঢেউ

আ ত্ম প রি চ য়
কেউ বলে শাহ আবদুল করিম
মুর্শিদ মৌলা বক্স মুন্সি

আ ল্লা  স্ম র ণ
সয়ালের দয়াল বন্ধু রে
রাখো কি মারো এই দয়া করো
তুমি বিনে মনের বেদন
খুঁজিয়া পাইলাম না রে বন্ধু
নাম সম্বলে ছাড়লাম তরী

ন বি  স্ম র ণ
নবি এসে দয়া করে
ওগো পাতকীর কাণ্ডারি
নবি এসে ঘুচালেন আঁধার
কে যাও রে সোনার মদিনায়

ও লি  স্ম র ণ
নাম নিলে হয় মন পবিত্র
ফুল ফুটিল বুগদাদে বুগদাদে
খাজা তোমার প্রেমবাজারে
শাহজালাল বাবার দোয়াতে



মু র্শি দ  স্ম র ণ
মুর্শিদ বিনে এ ভুবনে
মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে
দয়াল মুর্শিদ, তুমি বিনে
মুর্শিদ ও, জীবনও ভরিয়া
মুর্শিদ আমারে করো পার
প্রাণের প্রাণ মুর্শিদ আমার

ভ ক্তি  গী তি
দীনবন্ধু রে, ওরে বন্ধু
বন্ধু রে, কাঙালে কি পাইবে তোমারে
সোনা বন্ধুয়া ও, অপরাধী হলেই আমি
বন্ধুয়া রে, তুমি আমারে দিও না ফাঁকি
পাপীর আশা পুরাইবায়নি তুমি
আল্লাহু আল্লাহু আল্লাহু
তুমি আমার প্রাণসখা

দে হ ত ত্ত্ব
আজব রঙের ফুল ফুটেছে মানবগাছে
মন তুই দেখ না খুঁজে দেহের মাঝে
ও মন খুঁজলে না রে
ভবে চিনলে না কেন তারে
সাধন করো রে অভ্যাসে
আমি তোমার কলের গাড়ি
আগের বাহাদুরি এখন গেল কই
রঙিলা বাড়ই রে তুমি নানান রঙের খেলা
হাওয়ার পাখি ভরা আমার
কই থেকে আইলাম কই বা যাইতাম

ম ন  মা নু ষে র  স ন্ধা নে
মানুষ যদি হইতে চাও করো মানুষের ভজনা
মনের মানুষ অতি ধারে
মানুষ হলে মানুষ মিলে
মানুষ হয়ে তালাশ করলে
মানুষে মানুষ বিরাজে

ম নঃ  শি ক্ষা
ভাবছ কি মন পির বিনে
গুরুর বাক্য লও রে মন
আশেকের রাস্তা সোজা
জ্ঞান হইল নুরের আলো
রমজানের চান যে জন দেখেছ
কলেমা নামাজ রোজা
আগে তোর মন ভালো কর
ভেদ বুঝিয়া পড়ে নামাজ মমিনে
মন আমার যায় না সুপথে
কেন মন মজিলে রে
মন রে পাগলও মনা

নি গূ ঢ়  ত ত্ত্ব
এমন এক রঙের দেশ আছে
মেয়েরূপী ফুল ফুটেছে বিশ্ববাগানে
শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্ধা
এ সংসারে জুয়া খেলা
নেশাপুরে এসে আমি
সোনার যৌবন আমার
যৌবন রে, ঠেকছি তোরে লইয়া
কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়
সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার
গান গাইতে হইলে
পাই না তোমার ঠিক-ঠিকানা

সা রি  গা ন
আমরা ধন্য গাইয়া যাই
নাও বানাইল নাও বানাইল
কোন মেস্তরি নাও বানাইল
মহাজনে বানাইয়াছে ময়ুর পঙ্খি নাও
হাওয়ায় দৌড়ে রে আমার
নৌকা বাইও সাবধান হইয়া রে
মনমাঝি ভাই বাও রে নৌকা
মনমাঝি তুই হইস নারে
আল্লাহর নাম নবির নাম লইয়া রে
ও মনমাঝি রে, কিনারা ভিডাইয়া রে
অকূল নদীর ঢেউ দেখে ডরাই
ঝোঁক বুঝিয়া ছাড় নৌকা

বি চ্ছে দ
গান শুনিয়া চমকিয়া ওঠে প্রাণ
আমার নাম কে তোরে
ও রঙ্গিলা নাইয়া রে
ভাবিলে কী হবে গো
সখি রে, মন থাকে না ঘরে
বসন্ত বাতাসে ও সই গো
সখি কুঞ্জ সাজাও গো
পরান কান্দে বন্ধুয়ার পানে
বন্ধুয়া রে কুলমান সঁপিলাম
বন্ধুয়া রে, যত দোষী
তোমার পিরিতে বন্ধু রে
বন্ধু রে, কী বলব তোমারে
কেন পিরিতি বাড়াইলায় রে বন্ধু
কত দুঃখ সহিব তোর পিরিতে
প্রাণ খুলিয়া প্রাণ বন্ধুরে করলাম না
আইলায় না আইলায় না রে বন্ধু
বাঁচি না বাঁচি না রে বন্ধু
পিরিতি করিয়া রে গিয়াছ ছাড়িয়া রে
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
আমার বন্ধুরে কই পাব গো
প্রেম শিখাইয়া সোনা বন্ধে
কার কাছে যাব কারে জানাব
বন্ধু বিনে একা ঘরে
প্রাণসখি রে আমি বন্ধু বিনে
প্রাণ জ্বলে মোর বিচ্ছেদের অনলে
হাত বান্ধিব পাও বান্ধিব মন বান্ধিব কেমনে
প্রেম করিয়া সুখ হইল না
আসি বলে চলে গেল
তোমরানি দেখেছো মনচোরা
সোনার অঙ্গ পুড়ে ছাই করিলাম গো
প্রাণ বন্ধের পিরিতে সই গো
শ্যামলও সুন্দরও রূপ
যে গুণে বন্ধু রে পাব
যে দুঃখ অন্তরে গো সখি
সখি গো বন্ধুরে দেখিবার
মন কান্দে প্রাণ কান্দে গো

প্র ণ য়  গী তি
পিরিতি মধুর মিলনে
পিরিতি কি সকলে জানে
কলশি লইয়া কে গো
সখি তোরা প্রেম করিও না
সরল তুমি শান্ত তুমি
সরলা গো কার লাগিয়া

আ ঞ্চ লি ক
শাহজালালের আবাস ভূমি
ফুরু থাকতে যে খেইড় খেলাইতাম
যাও যদি আও দলে দলে
আগে কী সুন্দর দিন কাটাইতাম
চাল ছানিত্ কামলা চাচা
খালি বাড়ি থইয়া নাইওর
ও বুবাইজি আমার দুঃখ
ভালা মানুষ পাগল হইলাম
লাউ কুমড়া লাগাইও গো
আল্লায় যেন কর্জের লাগি
রঙিন টাকা, ও রঙিলা টাকা রে
আমি ঠেকলাম ভবের বোঝা লাইয়া

হা ও র  এ লা কা র  গা ন
দিরাই থানায় বসত করি
চৈত্র মাসে বৃষ্টির জলে
গানের ভিতর প্রাণের কথা
ওরে চাষী ভাই শক্ত হাতে
ও ভাই জোর জুলুমি ছাড়ো
জিজ্ঞাস করি তোমার কাছে
দয়াময় নামটি তোমার
ঈদ আসলে কী দুঃখ দিতে
মনের দুঃখ কার কাছে

দে শে র  গা ন
সালাম আমার শহীদ
দারুণ দুর্ভিক্ষের আগুন
কোন দেশে যাই বলো
বলো ভোট দিব আজ
মোদের কেউ নাই রে মজুর-কৃষাণ
পলিগ্রামের কবি আমি
বলো স্বাধীন বাংলা
বাংলা স্বাধীন হইল রে
বাংলা মোদের জন্মভূমি
আমি বাংলা মায়ের ছেলে
এসো প্রাণ খুলে
নাইয়া রে, বাংলার নাও সাজাইয়া
শোষক তুমি হও হুঁশিয়ার
খবর রাখনি উন্দুরে লাগাইছে শয়তানি
কেবা শত্রু কেবা মিত্র
গরিবের দুঃখের কথা
গরিবের কি মান-অপমান
বেহেস্ত ধনীর জন্য রয়
ভোট দিবায় আজ কারে
ধর্মাধর্ম নাই রে
মাগো আমি কীসে দোষী
অভাবে পড়িয়া কাঁদে
কর্মফেরে বারে বারে
কৃষক মজুর পড়েছে
গরিব বাঁচবে কেমন করে
অতীত বর্তমানে কি আর

গ ণ স ঙ্গী ত
এবারের দুর্দশার কথা
এবারের দুর্ভিক্ষের আগুন
আরে ও কৃষক মজুর ভাই
স্বাধীন দেশের মানুষ আমরা
মাথা নত করে আর
জয় জয় বলে এগিয়ে চল
জাগ রে কৃষাণ শ্রমিক
আমরা স্বাধীন দেশে থাকি
আর ঘুমে থেক না চাষি ভাই
কত দুঃখ সইব পরাণে
ও নওজোয়ান ভাই

অ গ্র ন্থি ত  গা ন
নাও যে গাঙে ডোবে না
মন যদি হতে চাও মানুষ
বন্ধু তুমি জীবনের জীবন
পিরিত করে সুখ হইল না
প্রাণনাথ বন্ধু আমার কই রইল
সে হইল গো নিষ্ঠুর কালিয়া
পোড়া অঙ্গ পুড়িবার বাসনা রে
আর কি আশা পুরিবে আমার
সোনা বন্ধে মোরে করিল উদাসী
প্রেম রোগের ঔষধ নি
মর্ম না জানিয়া তোরা
তোর সনে মোর ভাব
মুর্শিদ বাবাজান
আরে ও সর্বহারার দল
সোনার বাংলার ঘরে ঘরে
তুমি বিনে আকুল পরান