কী করি অবলা
সয় না প্রেমজ্বালা
প্রাণবন্ধুর বিচ্ছেদানলে
সোনার অঙ্গ কালা–
সয় না প্রেমজ্বালা ॥

নাম ধরিয়া বাজায় বাঁশি
বন্ধু চিকনকালা, বন্ধু চিকনকালা
ধৈর্য ধরে থাকি ঘরে
মন করে উতলা–
সয় না প্রেমজ্বালা ॥

সাধ করে পরেছি গলে
শ্যামনামের মালা, শ্যামনামের মালা
সাধ করে নিয়েছি মাথে
শ্যামকলঙ্কের ডালা–
সয় না প্রেমজ্বালা ॥

নিশিশেষে একা বসে
ভাবি যে নিরালা, ভাবি যে নিরালা
বন্ধুবিনে দুই নয়নে
বহে নদী নালা–
সয় না প্রেমজ্বালা ॥

করিম বলে রাখব গলে
বন্ধু গলার মালা, বন্ধু গলার মালা
আসলে কালা ঘুচবে জ্বালা
খুলবে প্রেমের তালা–
সয় না প্রেমজ্বালা ॥