জীবন খাতায় প্রেম কলঙ্কের
দাগে দাগাইয়া
ছাড়িয়া যাইওনা রে বন্ধু
মায়া লাগাইয়া ॥
জড়াইয়া মায়ারও ডুরে
পিরিতে বান্ধিয়া মোরে
খেলাইও না হৃদয়টা রে লইয়া
হাতে ধইরা ছাইড়ো না হাত
সামনে আগাইয়া ॥
মিছা সুখে না হাসাইও
দুঃখ দিয়া বুক ভাসাইও
যাইওনা গো মনভোলা'রে থইয়া
বেহায়া রে লাত্থি মাইরা
দিস না ভাগাইয়া ॥
কতো গুণী ধনী মানী
করতে পারো পাগলিনী
মরছি তুমার প্রেমের পাগল হইয়া
প্রেমভাবে পাগল হাসানের
ভাব জাগাইয়া ॥
Song: Jibon Khatay Prem Kolongher
Singer, Lyric & Tune: Pagol Hasan
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...