নেশাপুরে এসে আমি হয়ে গেলাম নেশাখোর
মূলসাধনে ভুল করেছি ভবের নেশায় হয়ে ভোর ॥

সবাই নেশাতে পাগল আছে এতে আসল নকল
অন্তরে সরল-গরল কেউ সাধু আর কেউ যে চোর ॥

ঠেকলাম আমি মধ্যপথে দিন গেল চিন্তা-ভাবনাতে
যে পাগল আসল নেশাতে আমি বলি সে চতুর ॥

কামিনী-কাঞ্চনের ধাঁধা এই নেশাতে জগৎ বাঁধা
করিমের মন বেহুদা কাছের বস্তু ভাবে দূর ॥