যে দুঃখ মোর মনে
বন্ধে তাহা জানে
আপন বন্ধে দিল দুঃখ
মন বেঁধে পাষাণে–
বন্ধে তাহা জানে ॥

নয়ন নিল রূপবাণে
মন নিল তার গানে
মন নিল তার গানে
কুল ছেড়ে কলঙ্কী হইলাম
যৌবন দিলাম দানে–
বন্ধে তাহা জানে ॥

মন বাঁধা তার প্রেমডোরে
দিবানিশি টানে
দিবানিশি টানে
প্রাণবন্ধুর বিচ্ছেদ জ্বালা
সয় না আমার প্রাণে–
বন্ধে তাহা জানে ॥

আর কিছু নাই বন্ধুরে চাই
কাজ নাই কুলমানে
কাজ নাই কুলমানে
করিম বলে গাইব গান
প্রাণবন্ধুর শানে–
বন্ধে তাহা জানে ॥