আমরা ধন্য গাইয়া যাই
পুবের বাড়ির মোড়ল বেটার গুণের সীমা নাই ॥

পুবের বাড়ির মোড়ল বেটা বড় ভাগ্যবান
পান-সন্দেশ খাবাইয়া পাঁঠা করলা দান ॥

পুবের বাড়ির মোড়ল বেটার মুখে ছাপদাড়ি
লাল ঘোড়া দৌড়াইয়া যাইন সাহেবের কাছারি ॥

ধনাই মিয়ার লম্বা নাও মধ্যে মধ্যে গোড়া
ইশারা করিলে নাও শূন্যে করে উড়া ॥

বৈঠা বাও সারি গাও করতাল বাজাও
বাউল আবদুল করিম বলে মনরঙে বাও ॥