কে যাও রে সোনার মদিনায়
কই বিনয় করিয়া কাঙাল জানিয়া
নেও সঙ্গে করিয়া যদি মনে চায় ॥

না নিলে আমারে বলি সকাতরে
আমার সালাম কইও নবিজির রওজায়
হাসন-হোসেন দুইজনে মা জহুরার চরণে
আরও কইও সালাম আলী মর্তুজায় ॥

হজরত আবুবকর-ওসমান-ওমর
কইও সালাম মোর এ সবার পায়
ইয়ার আসহাব যত সালাম শত শত
একে একে জানাইও সবায় ॥

কাসেমের চরণে জয়নাল আবেদিনে
জানাইও সালাম বিবি সখিনায়
আবদুল করিম কয় কত যে মনে হয়
প্রাণপাখি মোর উড়ে যেতে চায় ॥