বন্ধুয়া রে, কোন প্রাণে ছাড়িতে চাও বলো।
তোমার লাগি কলঙ্ক-নাম জগতে হইল
কোন প্রাণে ছাড়িতে চাও বলো ॥

আপন ঘরে ছয়জন বাদি সর্বদা বিবাদ
তোমারে দেখিব বলে পোড়া মনে সাধ
তুমি আমার আকাশের চাঁদ লোকে বলে কালো
কোন প্রাণে ছাড়িতে চাও বলো ॥

যার প্রেমে যে হয় রে পাগল রূপ দেখিয়া চোখে
আপন মনে ভালো জেনে স্থান দেয় যারে বুকে
দোষী কউক জগতের লোকে তার জন্যে সে ভালো
কোন প্রাণে ছাড়িতে চাও বলো ॥

বুকের দুঃখ রেখে বুকে ভাসি নয়নজলে
কইতাম মনের দুঃখ পাইলে নিরলে
বাউল আবদুল করিম বলে কত আশা ছিল
কোন প্রাণে ছাড়িতে চাও বলো ॥