প্রাণনাথ বন্ধু আমার
কই রইল গো
এ জীবনে ছাড়িবে না
কথা দিল গো ॥

কী সন্ধানে কাছে এল
কী করে যে কই লুকাইল গো
কী জাদু করিয়া আমায়
পাগল করল গো ॥

সে যদি ছাড়িয়া গেল
প্রাণ গেলেও হইত ভালো গো
সখি তোরা এখন আমার
উপায় বলে গো ॥

কী করিব কোথায় যাব
কই গেলে বন্ধুরে পাব গো
করিম বলে আশায় আশায়
জীবন গেল গো ॥