শাহজালাল ইয়ামনি ওলির দরবারে
কত রঙের মানুষ আসে প্রেমের বাজারে ॥

বাসনা-কামনা নিয়া রোগী-ভোগী সব মিলিয়া
দয়া চায় হাত তুলিয়া, সকাতরে ॥

ভালো মানুষ আসে যারা ভালো ভালো পোষাক পরা
আতর-গোলাপ ছিটায় তারা জিয়ারত করে ॥

ফকির যারা নাম ধরেছে অন্য এক ভাবে পড়েছে
কেউ গায় কেউ নাচে কেউ জিকির পড়ে ॥

আরেক দল ফকিরের ধারা গান করেন যন্ত্র ছাড়া
পাক-পবিত্র হয়ে তারা বসেন উপরে ॥

আমি সবার কাছে যাই, আমি সবার করিম ভাই
আমার কোনো বিভেদ নাই আমার বিচারে ॥