বন্ধুয়া রে, কুলমান সঁপিলাম তোমারে
কূল দাও কি ডুবাইয়া মার যা লয় তোমার অন্তরে ॥

যেদিন হতে তোমার প্রেমে সঁপেছি পরান
সে দিন হতে ছেড়ে দিছি লাজ-কুলমান
আমার বাচন-মরণ দু-ই সমান তুমি বিনে সংসারে ॥

হাত বান্ধা যায় পাও বান্ধা যায় মন বান্ধা তো যায় না
দারুণ বিচ্ছেদের আগুন জল দিলে নিবে না
পাগল মনে বুঝ মানে না ছটফট ছটফট করে ॥

পাগল আবদুল করিম কয় তোমারে যদি পাই
লোকের নিন্দন পুষ্পচন্দন তাতে ক্ষতি নাই
তোমার কলঙ্কের মালা যদি পাই গ্রহণ করবো সাদরে ॥