প্রাণ জ্বলে মোর বিচ্ছেদের অনলে গো সখি
মনের আগুন নিভে না জল দিলে ॥

কোন দেশে মোর বন্ধু গেল গো সখি আমায় দাও না বলে
নইলে জলে ঝাঁপ দিব কলসি বেঁধে গলে গো সখি ॥

প্রাণবন্ধুরে হারা হয়ে গো সখি ভাসি নয়নজলে
বুঝি না দারুণ বিধি কী লেখল কপালে গো সখি ॥

বন্ধুর প্রেমে কলঙ্কিনী গো সখি হইলাম গোকুলে
কুলে পড়ক ছাই তাতে ক্ষতি নাই
বন্ধু আমার হইলে গো সখি ॥

পাগল আবদুল করিম বলে গো আমি ভাসিলাম অকূলে
কী সুখে যায় দিনরজনী বোঝে না কেউ কইলে গো সখি ॥