আমি বলি আমার আমার
আমার কেহ নয়
আমি আমার হলেম না তো
পর কি আপন হয় ॥

আসা-যাওয়া একা একা
ভববাসে কয়দিন থাকা
কে কার পাইবে দেখা
 দেহ যখন হইবে লয় ॥

জন্ম জরা যম যাতনা
এছাড়া তো কেউ দেখি না
আজ আছি কাল থাকব কি না
এই তো মনে ভয় ॥

আসা-যাওয়া কী কারণে
ভাবি কোন বিধির বিধানে
আবদুল করিম মনে মনে
ভাবে সব সময় ॥