অকূল নদীর ঢেউ দেখে ডরাই
অসময় ধরিলাম পাড়ি আকাশেতে বেলা নাই ॥

সঙ্গী নাই আমি একেলা ধরছি পাড়ি সন্ধ্যাবেলা রে
ভরসা মুর্শিদ মৌলা দেই দয়াল নামের দোহাই ॥

সামনে ভীষণও নিদান এ বিপদে কে করবে ত্রাণ রে
সাঁঝ করে আসিবে তুফান, নাম বিনে ভরসা নাই ॥

আবদুল করিম দায় ঠেকেছে দরদি কে ভবে আছে রে
দেও সংবাদ মুর্শিদের কাছে মরণকালে চরণ চাই ॥