জীবন-অন্ত কালে গো সখি
আসিল না কালা
আপন বলে নিলাম গলে
শ্যামকলঙ্কের মালা গো–
সখি আসিল না কালা ॥

বন্ধু বিনে দুই নয়নে
বহে নদী-নালা
শাশুড়ি ননদি বাদি
জ্বালার উপর জ্বালা গো–
সখি আসিল না কালা ॥

কার কাছে কী বলিব
ভাবি যে নিরালা
কুল ছাড়িলাম মাথায় নিলাম
শ্যামকলঙ্কের ডালা গো–
সখি আসিল না কালা ॥

করিম বলে কে খুলিবে
মন-বাক্সের তালা
ভাবি মনে নাম স্মরণে
মরণ হলে ভালা গো–
সখি আসিল না কালা ॥