কালার প্রেমের কেন পাগল হইলাম
সহে না জ্বালা আমি কুলবালা
কলঙ্কের ডালা মাথায় লইলাম ॥

বাজায় শ্যামে বাঁশি মন করে উদাসী
নয়নজলে ভাসি বলে রাধা নাম।
প্রাণে বাঁচা দায় করি কী উপায়
সুখের আশায় কত দুঃখ সইলাম ॥

সদা যায়-আসে নিঃশ্বাসে-প্রশ্বাসে,
নয়নে ভাসে প্রেমময় শ্যাম।
সে নহে তো কঠিন পাব তারে একদিন
করিম দীনহীন আশায় রইলাম ॥