জনসমুদ্রে নতুন জোয়ার এলো রে
স্বৈরাচারের সিংহাসন আজ ভেসে গেল রে ॥

বাংলার গণজাগরণে
গণতন্ত্রের আগমনে
সচেতন বাঙালির মনে সাড়া দিল রে ॥

যারা চায় স্বাধীনতা
জাগলো আজ সেই জনতা
সবার মুখে একই কথা সামনে চল রে ॥

কৃষক-মজুর ভাই ভাই
হিন্দু-মুসলিম প্রভেদ নাই
বাঁচার মতো বাঁচতে চাই, সবাই বল রে ॥

যাইতে লক্ষ্যস্থলে
দেশপ্রেমিক সকলে মিলে
জনগণের ঐক্যের বলে বিজয় হলো রে ॥

ঐক্য যদি থাকে অটল
হইবে কর্ম সফল
কৃষক-মজুর মেহনতিদল আশায় ছিল রে ॥

শোষণমুক্ত হলো না তো
ভাবছে করিম অবিরত
বাঙালি বারেবার কত রক্ত দিল রে ॥