ওই ভাই জোর জুলুমি ছাড়ো
মানুষ যদি হইতে চাও মানুষের সেবা করো ॥

স্রষ্টায় সৃষ্টি করেছে সবাই বলো স্রষ্টা আছে
পরিণাম রয়ে গেছে এখন যাহা করো
কলেমা নামাজ রোজা ইমান হইল বড়
ঈমান যদি ঠিক না থাকে কিসের নামাজ রোজা কর ॥

মানুষ খোদার প্রিয়পাত্র তারে না ভাবিয়া মিত্র
টাকা-পয়সা জমি জুত্র তাই ভেবেছ বড়
স্বার্থ নিয়া দলাদলি ভাইয়ে ভাইরে মার
দুর্বলেরে দায় ঠেকাইয়া বলপূর্বক ডাকাতি করো ॥

আজ যা আছে কাল রবে না টাকা পয়সা যতই কও না
শক্তি-বল-যৌবন থাকে না অবশেষে মর
মরলে কিছু সঙ্গে যায় না নিজেই বুঝতে পার
তুমি বা কার কে-বা তোমার আগে নিজের বিচার করো ॥

মানুষ হওয়ার ইচ্ছা থাকলে মানুষের সেবা করিলে
বাউল আবদুল করিম বলে মানুষ হইতে পার
হিংসা নিন্দা দিলের গুমান লোভ-লালসা ছাড়
ছয়রিপুকে বাধ্য করে প্রেমবাজারে ব্যাপার কর ॥