স্বাধীন দেশে মানুষের
স্বাধীনতা নাই
শোষকের হয়েছে বিজয়
শোষিতগণ বাঁচতে চাই ॥

শোষিত বঞ্চিত যারা
কৃষক মজুর সর্বহারা
নিরাশার আঁধারে তারা
বাস্তবে যা দেখতে পাই ॥

ঘুষ দূর্নীতি স্বজনপ্রীতি
চলছে বৈষম্যনীতি
সন্ত্রাস চুরি ডাকাতি
অবাধে চলেছে তাই ॥

শোষণমুক্তি চেয়েছিল
ত্রিশ লক্ষ লোক জীবন দিল
স্বৈরাচারে সুযোগ নিল
গরিবের কপালে ছাই ॥

পড়েছি ঘোর আঁধারে
দিনে দিনে দুঃখ বারে
মনের দুঃখ বল কারে
করিম বলে কোথায় যাই ॥