মানবতত্ত্বের কী মাহাত্ম্য
বোঝে কয়জনে
মানবতত্ত্ব প্রকাশিল
অতি সন্ধানে ॥

বোঝা যায় না মানবলীলা
কী ভেদে করেছে খেলা
খুলেছে যার প্রেমের তালা
সে জানে মনে ॥

আপনাকে ভালোবাসি
বিশ্বাস করে হও সাহসী
আপন ঘরে মক্কা-কাশী
আছে গোপনে ॥

করিম বলে ও পাগল মন
আপন ঘরে চৌদ্দ ভুবন
চোখ থইয়া তুই অন্ধ যখন
দেখবে কেমনে ॥