গুরুর বাক্য লও রে মন বিষয়টা মধুর
নাম স্মরণে মিলবে ধ্যানে দীননাথ দয়ার ঠাকুর ॥

গুরু যারে দয়া করে তরাবে অকূল পাথারে
যাবে যদি ভবপারে সব ছেড়ে হও দিনমজুর ॥

প্রেমের তত্ত্ব প্রেমিক বিনে পাবে কই শাস্ত্ৰ-পুরাণে
ভক্তজনে তত্ত্ব জেনে নিশাতে আছে বিভোর ॥

আপন ঘরে মানুষ থইয়া বাহ্যিকে রইলে মজিয়া
ঘোর করিয়া দেখ না চাইয়া মণিকোঠায় মনচোর ॥

কালসাপিনী ধরতে পারো আসল বাদ্যার সঙ্গ করো
বাউল করিমের কথা ধরো নয়ন রাখো মাসুকপুর ॥