খুঁজিয়া পাইলাম না রে বন্ধু তুমি কোথায় থাক
আমি তোমায় দেখতে নারি তুমি আমায় দেখ রে বন্ধু ॥

দেখতে পাইতাম যদি হইতাম তোর ভাবের ভাবুক
মরমজ্বালা সইতে নারি বৈরী পাড়ার লোক রে বন্ধু ॥

তোমার হাতে কলম রে বন্ধু তোমার হাতে লেখো
আমি কেমনে হইলাম দোষী বুঝি না সেই ফাঁক রে বন্ধু ॥

নির্ধনের ধন রে বন্ধু আঁধারের আলোক
পাগল আবদুল করিম বলে চরণছায়ায় রাখো রে বন্ধু ॥