বিশ্বপতি খোদা তোমার
মহিমা অপার
রাখো-মারো ভাঙো-গড়ো
তুমি বিনে কেবা কার ॥

সবাই দেখি যার-তার ভাবে
এ জগতের সৃষ্ট জীবে
নামের মহিমা সবে
গাইতেছে অনিবার ॥

নামের ধ্বনি সর্বস্থানে ওঠে
বিরাজ করো প্রতি ঘটে
কুদরতে বুদ্ধি না খাটে
ভাবিলে নাই কূলকিনার ॥

স্বর্গ-মর্ত-আকাশ-পাতালে
আলো-আঁধারে কি অনল-অনিলে
কুল্লেশাইন মোহিত তুমি
অখণ্ড মণ্ডলাকার ॥

মন মজাও হে তোমার প্রেমে
নাম যে স্মরি দমে দমে
কয় বাউল আবদুর করিমে
ঘোচাও মনের অন্ধকার ॥