মনে মনে ভাবিতেছি
এখন আমি কোথায় যাই
অষ্টপাশে বাধা আছি
মরণ বিনে মুক্তি নাই ॥

জন্ম নিয়া আসলে পরে
বাঁচতে সবাই আশা করে
তথাপি সকলেই মরে
স্বচক্ষে যা দেখতে পাই ॥

দুঃখে গড়া জীবন আমার
তাই তো দুঃখ গেল না আর
গান গাওয়া হয়েছে সার
এ ছাড়া যে উপায় নাই ॥

যতই বাঁচতে চেয়েছি
ততই দুঃখ পেয়েছি
দুঃখের কত গান গেয়েছি
শুনবে কে, সেই মানুষ নাই ॥

দেখলাম কত ধনী-মানী
মন জানে আর আমি জানি
মুখে বলে মিষ্ট বাণী
আসলে ঠগের গোসাই ॥

করিমের মনের কথা
বলতে চাই না যথা তথা
নিজে খাইলাম নিজের মাথা
অন্তিম কালে মুক্তি চাই ॥