প্রাণবন্ধু কালা
সহিতে না পারি তোমার
বিরহের জ্বালা ॥

বন্ধু রে, তুমি যে পরমপুরুষ
আমি কুলবালা
সাধ করে পরেছি গলে
কলঙ্কের মালা ॥

বন্ধু রে, ভাবিয়া সোনার তনু
হয়ে গেল কালা
ভাবি মনে দুই নয়নে
বহে নদী-নালা ॥

বন্ধু রে, বাউল আবদুল করিম ভাবে
বসিয়া নিরালা
তোমার কাছে চাবি বন্ধু
আমার কাছে তালা ॥