পাপীর আশা পুরাইবায়নি তুমি
গো পরানধন মৌলা ॥

আশার ঘর আশার বাড়ি আশার এই দুনিয়া
আশা পথে চেয়ে আছি দয়াল নাম শুনিয়া ॥

আমি রইলাম তোমার আশায় আর কিছু না জানি
ঘরে-বাইরে দেশে খেশে কলঙ্কের ধ্বনি ॥

হইয়াছি জগতে দোষী তাতে নাই যে শোক
দুই নয়ন ভরিয়া যদি দেখি চান্দ মুখ ॥

কাঙালের বন্ধু তুমি সর্বশাস্ত্রে কয়
তুমি বিনে কে হইবে পাপীর দয়াময় ॥

পাতকীর উদ্ধার রে বন্ধু না বাসিও ভিন
চরণে মিনতি করে করিম দীনহীন ॥