মেয়েরূপী ফুল ফুটেছে বিশ্ব-বাগানে।
এই ফুল বেহেস্তে ফুটিয়াছিল কুদরতি শানে ॥

ঐ ফুল বেহেস্তে ছিল ঐ ফুল দুনিয়ায় আইল
ফেরেস্তা ভুলিয়া গেল ঐ ফুলের ঘ্রাণে ॥

ফুটেছে ফুল নানা বেশে ফুলকে সবাই ভালোবাসে
একটি ফুলের তিনটি রসে খেলে তিনজনে ॥

পুরুষ ভ্রমরা জাতি দেখিয়া ফুলের জ্যোতি
কেউ দিতেছে আত্মাহুতি মূল না জেনে ॥

প্রেমরস চিনে না যারা আমার মতো কর্মপোড়া
করিম কয় রসিক ছাড়া বোঝে না অন্যে ॥