চাঁদ বলে চাঁদ কাঁদে কেন
আমার গৌর চাঁদ ত্রিজগতের চাঁদ
চাঁদে চাঁদ ঘেরা ওই আভরণে 

গৌরচাঁদ শ্যাম চাঁদেরই আভা
কোটি চন্দ্র জিনিয়ে শােভা
রূপে মুনির মন, করে আকর্ষণ
ক্ষুধা শান্ত সুধা বরিষণে 

গােলকের চাঁদ গােকুলেরই চাঁদ
নদীয়ায় গৌরাঙ্গ সেহি পূর্ণ চাদ
আর কি আছে চাঁদ, সে আর কেমন চাঁদ
আমার ওই ভাবনা মনে মনে 

লয়েছি এই গলে গৌর চাঁদের ফাঁদ
আবার শুনি আছে পরম চাঁদ
থাক সে চাঁদের গুণ, ভােবে কয় লালন
আমার নাই উপায় চাঁদ গৌর বিনে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি