রংমহলে সিঁদ কাটে সদায়
বল কোথায় সে চোরের বাড়ি।
পেলে তারে কয়েদ করে
পায়ে দিতাম মন-বেড়ি 

সিং দরজায় চৌকিদার একজন
অহর্নিশি থাকে সচেতন
কোন সময় কোন ভিলকি মেরে
চুরি করে কোন ঘড়ি 

ঘর বেড়িয়ে ষোলজন সেপাই
এক এক জনের গুণের সীমা নাই
তারাও চোরের না পলে টের
কার হাতে দিবে দড়ি 

পিতৃধন সব নিল চোরে
নেংটি ঝাড়া করল আমারে
লালন বলে একই কালে
চোরের হলো কু-আড়ি 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি