অমাবস্যার দিনে চন্দ্র থাকে না
যায় কোন শহরে ৷
প্রতিপদে হয় সে উদয়
দৃষ্টি হয় না কেন তারে ॥

মাসে মাসে চাঁদের উদয়
অমাবস্যা মাস অন্তে হয়
সূর্যের অমাবস্যা নির্ণয়
জানতে হবে নিহাজ করে ॥

ষোলকলা হইলে শশী
তবে তো হয় পূর্ণমাসী
পনেরই পূর্ণিমা কিসি
পণ্ডিতেরা কয় সংসারে ॥

জানতে পারে দেহ চন্দ্রর
স্বর্ণচাঁদের পায় সে খবর
সিরাজ সাঁই কয় লালন তোর
মূল হারালি কোলের ঘোরে ॥

 
#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি