কালার কথা কেন বল আমায়।
যার নাম শুনিলে আগুন জ্বলে
তাপিত অঙ্গ জ্বলে যায় 

তুমি বিন্দে নামটি ধর
জলে আগুন দিতে পার
রাধাকে ভুলাতে তোর
এবার বুঝি কঠিন হয় 

যে কৃষ্ণ রাখার অলি
তারে ভুলায় চন্দ্রাবলি
সে কথা আর কারে বলি
ঘৃণায় আমার জীবন যায় 

শতেক হাঁড়ির ব্যঞ্জন চাখা
রাই বলে ধিক তারে দেখা
লালন বলে ওহে বাঁকা
সোজা হবে মানের দায় 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি