চিনবে তারে এমন আছে কোন ধনী।
নয় সে আকার নয় নৈরেকার
নাই ঘরখানি 

বেদ-আগমে জানা গেল
ব্রহ্মা যারে হদ্দ হল
জীবের কি সাধ্য বল
তারে চিনি 

কত কত মুনিজনা
করিয়ে যােগ সাধনা
লীলের অন্ত কেউ পেল না
লীলে এমনি 

সবে বলে কিঞ্চিৎ ধ্যানী
গণ্য সে হন শুলপানি
লালন বলে কবে আমি
হব তেমনি 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি