মহাসন্ধির উপর ফেরে সে।
মনরে ফের সদায়
যার তল্লাশে  

ঘটে পটে সব জাগায়
আছে আবার নাই বলা যায়
চন্দ্র যে প্রকার, উদয় জলের পর
অমনি সে বিরাজে এই মানুষে 

যদি হয় রসবিহারী
তবু আলোক হয় সবারি
কারো মরায় মরে না, ধরা সে দেয় না।
ধরতে গেলে পলায় অচিন দেশে 

সাঁই আমার অটল পদার্থ
নাই রে ভার জরামৃত
যদি জরামৃত হয়, তবে অটল পদ না কয়
ফকির লালন বলে তা কয়জন বোঝে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি