যে পথে সাঁই চলে ফেরে।
তার খবর কে করে 

সে পথে আছে সদায়, ভীষণ কালনাগিনীর ভয়
যদি কেউ আজগুবী যায়, অমনি উঠে ছোঁ মারে
পলক ভরে বিষ ধেয়ে তার
ওঠে ব্রহ্মার অন্দরে 

যে জানে উল্টো মন্ত্র, খাটিয়ে সেহি তন্ত্র
গুরুরূপ করে লক্ষ বিষ ধরে ভোজন করে;
দেখে তার করণ রীতি সাঁই দরদী
দরশন দেবে তারে 

সেহি যে অধর ধরা, যদি কেউ চাহে তারা
চৈতন্য গুণীন যারা, গুণ শেখে তাদের দ্বারে
সামান্যে কী পারবি যেতে
সেই কুকপের ভিতরে 

ভয় পেয়ে জন্মাবধি, সে পথে না যাও যদি
হবে না ভজন সাধনসিদ্ধি তাও শুনে মন ঝরে
লালন বলে যা করেন সাঁই
থাকিতে হয় সেই পথ ধরে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি