কি শোভা করেছে সাঁই রংমহলে।
অজান রূপে দিচ্ছে ঝলক
দেখলে নয়ন যায় রে ভুলে 

জলের মধ্যে কলের কোঠা
সপ্ততালা আয়না আঁটা
তার ভিতরে রূপের ছটা
মেঘে যেমন বিজলী খেলে 

লাল জরদ আর ছনি মনি
বলব তার রূপ বাখানি
দেখতে যমন পরশ মনি
তারার মালা চাঁদের গলে 

অনুরাগ যার বাঁধা হৃদয়
তাইরি সেরূপ চক্ষে উদয়
লালন বলে শমনের দায়
এড়াবে সে অবহেলে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি