বল গাে সজনী আমার
কেমন সেই গৌরগুণ মণি
জগতজনার মন রূপে করে পাগলিনী 

একবার যদি দেখতাম তারে
রাখতাম সেরূপ হৃদয়পুরে
রােগশোক সব যেত দূরে
শীতল হত মহাপ্রাণী 

মনােমােহিনীর মনহরা
দেখলি কোথা সেই যে গােরা
আমায় লয়ে চল গাে তোরা
দেখে শীতল হই গাে ধনি 

নদেবাসীর ভাগ্য ছিল
গৌর হেরে মুক্তি পেল
অবোধ লালন ফেরে পলো
না পেয়ে সে চরণ দুখানি 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি