মন তোর আপন বলতে কে আছে।
কার কাঁদায় কাঁদ মিছে 

থাক সে ভবের ভাই বিরাদার
প্রাণপাখী সে নয় আপনার
পরের মায়ায় মজে এবার
প্রাপ্ত ধন হারাইয়াছে 

সারা নিশি দেখ মনরায়
নানান পক্ষী এক বৃক্ষে রয়
যাবার বেলায় কে কারে কয়
দেহে প্রাণ তেমনি সে যে 

মিছে মায়ায় মদ খেওনা
প্রাপ্ত পথ ভুলে যেওনা
এবার গেলে আর হবে না
পড়বি কয় যুগের প্যাঁচে 

আসতে একা আলিরে মন
যেতে একা যাবি তখন
সিরাজ সাঁই বলেরে লালন
কার নাচায় নাচ মিছে 

#LalonGeeti #LalonGiti #লালনগীতি