মানুষ ধর রে নেহারে
উহার মন নয়নে
যোগাযোগ করে 

নেহারায় চেহারা বন্দী কররে কর একান্তি
সাড়ে চব্বিশ জেলায় খাটাও পান্তি
পালাবে সে কোন শহরে;
ত্বরায় দারোগা হয়ে কর বাতা বন্দী
স্বরূপ মন্দিরে 

স্বরূপে আসন যাহার পবন হিল্লোলে বিহার
পক্ষান্তরে দেখ এবার
দিব্যচক্ষু প্রকাশ করে;
দুপক্ষেতে খেলছে খেলা
নরনারী রূপ ধরে 

অমাবস্যে পূর্ণমাসী, তাহে মহাযোগ প্রকাশি
ইন্দ্ৰ চাঁদ বায়ু বরুন আদি
সে যোগের বাঞ্ছিত আছে রে;
সিরাজ সাঁই বলে রে লালন
মানুষ সাধ প্রেম নিরে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি