নজর একদিক দিলে আর
একদিক অন্ধকার হয়।
নরে নূরে দুটি নিহার
কেমনে ঠিক রাখা যায় 

আইন জারি জগৎজোড়া
সেজদা হারাম খোদা ছাড়া
মুর্শিদ বর্জোখ সামনে খাড়া
সেজদার সময় থুই কোথায় 

সকল রাবেতা বলে
দুই বর্জোখ লেখে দলিলে
কারে রেখে কারে ফেলে
এক মনে দুই কৈ দাঁড়ায় 

বিলায়েতের হলে বিচার
ঘুচে যেত ঘোর অন্ধকার
লালন ভেড়ো এধার ওধার
দোধারাতে খাবি খায় 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি