শুদ্ধ আগম পায় যেজনা।
নিগুমেতে উঠছে আগম
সেই পেয়েছে নবীর বেনা 

হুহুংকার ছাড়লে বিন্দু
তাহাতে জন্মালে ডিম্বু
দশ হাজার বৎসর ছিল সেজদায়
তার আওয়াজ শুনে হয় দুইখানা 

অঙ্গ ভেঙ্গে করলেন ছয়খান
পাঁচ তনেতে বসালেন জান
কে বুঝিবে মালেক সাঁইয়ের কাম
স্বজলায় রূপ গঠলেন তৎক্ষণা 

যাতে হয় আদমের দৌলাত
পাঁচ চিজ তখন করলেন খয়রাত
ফকির লালন বলে সমঝে এবার
তাইতে মা বলেছেন সাঁই রব্বানা 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি