শুনে মানের কথা চম্পকলতা
মাথা যায় ঘুরে।
চোরের মত বুদ্ধি হত
দাঁড়িয়ে আছি তার দ্বারে 

দুঃখের কথা বলব কি ছাই
কথায় কথায় মান করে রাই
নারী লোকের বুদ্ধিতো নাই
মনের দায়ে শুধু কেঁদে ফিরে 

হয়েছে আমার পেট ফাঁপা জ্বর
কি দাওয়াতে ভাল হবে সে জ্বর
সে আশা করে সুখ নাই আমার
সখি দাঁড়াই গিয়ে কার দ্বারে 

এত মান ভাঙ্গাতে সাধাসাধি সয় কি
আসিয়া বিষমুখীরে বুঝাও তো সখি
লালন বলে এত মান কিসে তার দেখি
ঠাঁই মিলে না রাধার মানসাগরে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি