ষড়-রসিক, বিনে কেবা তারে চেনে
যার নাম অধরা।
শাক্ত-শৈব বুজে, যেরূপে যে মজে
বৈষ্ণবের বিষ্ণুরূপ নেহারা 

বলে সপ্ত পান্তির মত, সপ্তরূপ ব্যাখ্যিত
রসিকের মন নয় তাতে রত
রসিকের মন বসেতে মগন
রূপ রস জানিয়ে খেলছে তারা 

হলে পঞ্চতত্ত্ব জানী, পঞ্চরূপ বাখানি
রসিক বলে সেওতো নিলেন নিত্য গুণী
বেদ বিধিতে যার, নিলের নাই প্রচার
নিওম শহরে সাঁইজী মেরা 

যে জন ব্রহ্মজ্ঞানী হয়, সেকি জানতে পায়
না দেখে নাম ব্রহ্ম সার করে হৃদয়
রসিক স্বরূপ রূপ দর্পণে, রূপ দেখে নয়নে
লালন বলে রসিক দীপ্তকারা 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি