আজ আমার অন্তরে কি হলো
                ও গো সই।
আজ ঘুমের ঘোরে চাঁদ গৌর হেরে
               ওগো আমি যেন আমি নাই ৷৷

আজ আমার গৌরপদে মন হরিল
আর কিছু লাগে না ভালো
               সদাই মনের চিন্তা ঐ;
আমার সর্বস্ব ধন গৌরধন, সে ধন সাধন
              কীসে পাইগো তাই শুধাই ৷৷

যদি মরি গৌর বিচ্ছেদ বাণে
গৌর নাম শুনাইও কানে
                সর্বঙ্গে লেখ নামের বই;
এই বর দে গো সবে, আমি জনমে জনমে
               যেন ঐ গৌরপদে দাসী হই ৷৷

বন পোড়ে তা সবাই দেখে
মনের আগুন কে-বা দেখে
              আমার রসরাজ চৈতন্য বৈ;
গোপীর এমনি দশা, ও কি মরণ দশা
              অবোধ লালন তোর সে-ভাব কই ৷৷



#LalonGeeti #LalonGiti #লালনগীতি