কেন ভ্রান্ত হওরে আমার মন।
ত্রিবেণী নদীরে কর অন্বেষণ 

নদীতে বিনা মেঘে বান বরিষণ হয়।
বিনা বায়ে হামাল উঠে মৌজা ভেসে যায়
নদীর হিল্লোলে মরি হায়
না জানি গতি কেমন 

নদীর ক্ষণে ক্ষণে হয় রে উৎপত্তি
কালিন্দে গঙ্গানদী প্রবল বেগবতী
ওরে কেউ হেলায় পার হয়ে যায়।
শুকনা ডেঙায় কারো মরণ 

নদীতে মাঝে মাঝে উঠছে রে ফেপি
তাতে পড়লে কুটো হররে দুটো এতই বেগবতী
অধীন লালন বলে ও অবোধ মন
নদীর কূলে গিয়ে লও স্মরণ 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি