কেন মলি রে মন ঝাপ দিয়ে
তোর বাবার পুকুরে।
দেখি কামে চিত্ত
পাগল প্রায় তোরে 

কেন রে মন এমন হলি
যাতে জন্ম তাতেই মলি
ঘুরতে হবে লক্ষ গলি
হাতে পায় বেড়ি সার করে 

দীপের আলো দেখে যেমন
উড়ে পড়ে পতঙ্গগণ
অবশেষে হারায় জীবন
আমার মন তাই করলি হারে 

দরবেশ সিরাজ সাঁই কয়
শক্তিরূপে ত্রিজগৎময়
কেন লালন ঘুরছ বৃথায়
আত্মতত্ত্ব না সেরে 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি