কয় দমে বাজে ঘড়ি করে রে ঠিকানা
কয় দমে হয় দিন রজনী
ঘুরানা ফিরানা ॥

দেহের খবর যে জন করে
আলেকবাজী দেখতে পারে
আলেক দম হাওয়ায় চলে
কি আজব কারখানা ॥

ছয় মহলে ঘড়ি ঘোরে
শব্দ হয় নিঃশব্দের ঘরে
কলকাঠি হয় মনের দ্বারে
দমে আসল বেনা ॥

দমের সঙ্গে কর মিলন
অজান খবর জানবি রে মন
বিনয় করে বলছে লালন
ঠিকের ঘর ভুলো না ॥


#LalonGeeti #LalonGiti #লালনগীতি